বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

টেলিগ্রাম ব্যবহার করছে হ্যাকাররা

নতুন ঢঙে বিভিন্ন দেশে সাইবার হামলা চলছে

টেকস্ক্রল

প্রকাশ: ১৯:০৪, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৪৯, ৩ নভেম্বর ২০২৫

নতুন ঢঙে বিভিন্ন দেশে সাইবার হামলা চলছে

নতুন ঢঙে বিভিন্ন দেশে সাইবার হামলা

টেলিগ্রাম ব্যবহার করছে হ্যাকাররা

‘গোস্ট কল’ ও ‘গোস্ট হায়ার’ প্রচারণার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা চালাচ্ছে ব্লু–নর্ফ নামে হ্যাকারদের একটি দল। এরা ভারত, তুরস্ক, অস্ট্রেলিয়াসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ওয়েব ও ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানকে টার্গেট করছে। এসব তথ্য জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।

 হ্যাকিংয়ের নতুন কৌশলে এক মিনিটেই ফোনের তথ্য চুরি

গোস্ট কল ও গোস্ট হায়ার প্রচারণা মূলত ম্যাকওএস ও উইন্ডোজ ব্যবহারকারী ব্লকচেইন ডেভেলপার ও প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হয়। হ্যাকাররা টেলিগ্রাম প্ল্যাটফর্মে নিজেদের বিনিয়োগকারী পরিচয় দেয়। পরে ভুয়া সাইটে অনলাইন বৈঠকের আমন্ত্রণ জানায়। সেখানে অংশ নেয়ার জন্য ‘আপডেট’ অপশনে ক্লিক করলেই ম্যালওয়্যার কম্পিউটারে ঢুকে যায়। এভাবে হ্যাকাররা তথ্য চুরির পাশাপাশি কম্পিউটারের নিয়ন্ত্রণও পেয়ে যায়।

 অনলাইনে তথ্যফাঁস ৮ গুণ বেড়েছে গত এক বছরে 

ক্যাসপারস্কি জানিয়েছে, আক্রমণকারীরা আগের ভুক্তভোগীদের ভিডিও ভুয়া অনলাইন বৈঠকে চালিয়ে দেখায়। এতে ভিডিও কলটি বাস্তব মনে হতে পারে। এভাবে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করা হয়। হ্যাকিংয়ের মাধ্যমে পাওয়া তথ্য শুধু ভুক্তভোগীর বিরুদ্ধেই কাজে লাগানো হয় তেমন নয়। এসব তথ্য ব্যবহার কোরে পুরো সাপ্লাই চেইনেই আক্রমণ করার ঘটনাও ঘটছে।

এমন আক্রমণ থেকে বাঁচতে প্রতিষ্ঠানগুলোকে নতুন সহযোগীদের তথ্য যাচাই, অপরিচিত ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা থেকে বিরত থাকার পাশাপাশি নিরাপদ কমিউনিকেশন ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন