শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

বহু অনলাইন ব্যবসায় ব্যাঘাত

অ্যামাজন ক্লাউড সেবা স্বাভাবিক হয়েছে বলে দাবি কোম্পানির

প্রকাশ: ১০:৩৩, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৫৬, ২১ অক্টোবর ২০২৫

অ্যামাজন ক্লাউড সেবা স্বাভাবিক হয়েছে বলে দাবি কোম্পানির

অ্যামাজন ক্লাউড সেবা স্বাভাবিক হয়েছে বলে দাবি কোম্পানির

বহু অনলাইন ব্যবসায় ব্যাঘাত

কোম্পানির সর্বশেষ আপডেটে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পরই সব অ্যামাজন-ওয়েব-সার্ভিস পরিষেবা স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে। তবে কিছু পরিষেবায় এখনও ব্যাকলগ রয়ে গেছে, এ নিয়ে কাজ চলছে। সবকিছু ঠিক হওয়ার পর এ বিষয়ে একটি প্রতিবেদন দেয়া হবে বলেও জানিয়েছে অ্যামাজন।

সোমবার বিকেল পর্যন্ত এই বিভ্রাট ব্যাপক আকারে চলে। অ্যামাজন জানায়, ইসি-টু নামে একটি ভার্চুয়াল সার্ভারে নতুন ব্যবস্থা চালু করার চেষ্টার সময়ই ব্যাপক সমস্যা দেখা দিতে শুরু করে।

দুপুর দেড়টার দিকে, ওয়েব সার্ভিসটির কর্মকর্তারা জানান, তারা কিছু অঞ্চলে ইসি-টু পুনরুদ্ধারের চেষ্টায় কিছুটা সফলতা দেখতে শুরু করেছেন। এরপর অন্যান্য অঞ্চলেও একই সংশোধন কৌশল প্রয়োগ করা হয়। এই সমস্যার কারণে অ্যামাজনের অনলাইন মার্কেটপ্লেসের কার্যক্রমও বাধাগ্রস্ত হয়। এছাড়া অ্যামাজন ডট কমের সঙ্গে যুক্ত সহায়ক সংস্থাগুলোর কাজেও বিঘ্ন ঘটে। ব্যাঘাত ঘটে স্ন্যাপচ্যাটের মতো মাল্টিমিডিয়া মেসেজিং অ্যাপেও।

সিনার্জি রিসার্চ গ্রুপের মতে, ক্লাউড অবকাঠামো প্রযুক্তির শীর্ষস্থানীয় সরবরাহকারী অ্যামাজন। এটি বাজারের প্রায় এক-তৃতীয়াংশ দখল করে আছে। যা মাইক্রোসফট এবং গুগলের চেয়েও বেশি। লাখ লাখ কোম্পানি এবং সংস্থা, সার্ভার এবং স্টোরেজের মতো ক্লাউড কম্পিউটিং পরিষেবার জন্য অ্যামাজনের ওপর নির্ভর করে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন