মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচতারকা বিলাসবহুল ট্রেন চালুর পথে
সৌদি আরবে ‘ড্রিম অব দ্য ডেজার্ট’ ট্রেনের চূড়ান্ত নকশা
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৯:১৪, ১৫ অক্টোবর ২০২৫

মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচতারকা বিলাসবহুল ট্রেন ‘ড্রিম অব দ্য ডেজার্ট’। ছবি: ফ্যাক্ট সায়েন্স
সৌদি আরবের রেলওয়ে কর্তৃপক্ষ (এসএআর) এবং ইতালির আতিথেয়তা প্রতিষ্ঠান আর্সেনাল যৌথভাবে উন্মোচন করেছে মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচতারকা বিলাসবহুল ট্রেন ‘ড্রিম অব দ্য ডেজার্ট’-এর চূড়ান্ত নকশা।
এই ঘোষণা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর প্রতিবেদনে উল্লেখিত হয়েছে ২০২৪ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির বাস্তবায়নের অংশ হিসেবে, যা সৌদি আরবের পর্যটন ও পরিবহন খাতে নতুন যুগের সূচনা করছে।
মরুভূমির সৌন্দর্যে অনুপ্রাণিত নকশা
ট্রেনটির নকশা তৈরি হয়েছে সৌদি মরুভূমির প্রাকৃতিক রঙ, স্থাপত্যশৈলী এবং ঐতিহ্যবাহী কারুশিল্প থেকে অনুপ্রাণিত হয়ে।
অভ্যন্তরে ব্যবহৃত হয়েছে মাটির টোন, সূক্ষ্ম অলংকার, বিলাসবহুল কাপড় এবং নিখুঁত হস্তনির্মিত উপকরণ।
এছাড়া হেগরা এবং হাইল-এর ঐতিহ্যবাহী স্থাপত্য মোটিফও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা যাত্রীদের সামনে তুলে ধরবে সৌদি ঐতিহ্যের নান্দনিক রূপ।
১৪ বগি, ৩৪ স্যুইট, সম্পূর্ণ বিলাসী অভিজ্ঞতা
‘ড্রিম অব দ্য ডেজার্ট’ ট্রেনটি ১৪টি বগি নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে ৩৪টি বিলাসবহুল স্যুইট।
রিয়াদ থেকে যাত্রা শুরু করে এটি নর্দার্ন রেলওয়ে নেটওয়ার্ক অতিক্রম করবে, যাতে যাত্রীরা মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং সংস্কৃতি উপভোগ করতে পারেন এক অনন্য আরামদায়ক পরিবেশে।
সংস্কৃতি, আতিথেয়তা ও পর্যটনের সমন্বয়
সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ট্রেনটিতে থাকবে নির্বাচিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী অভিজ্ঞতা, যা যাত্রীদের স্থানীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত করবে।
একইসঙ্গে সৌদি ট্যুরিজম অথরিটি (এসটিএ) ও ডেভেলপমেন্ট অথরিটিস সাপোর্ট সেন্টার যৌথভাবে বিশেষ ভ্রমণসূচি তৈরি করছে, যা এই ট্রেন ভ্রমণের সঙ্গে যুক্ত হয়ে যাত্রীদের জন্য দেবে একটি পূর্ণাঙ্গ ঐতিহ্য-সমৃদ্ধ ভ্রমণ অভিজ্ঞতা।
মন্ত্রী ও কর্মকর্তাদের বক্তব্য
সৌদি পরিবহন ও লজিস্টিকস মন্ত্রী এবং এসএআর-এর চেয়ারম্যান সালেহ আল-জাসের বলেন, “ড্রিম অব দ্য ডেজার্ট ট্রেন আমাদের ভিশন ২০৩০-এর প্রতিশ্রুতিরই প্রতিফলন—যেখানে উদ্ভাবন, বিলাসিতা ও টেকসই ভ্রমণ একসঙ্গে মিলিত হচ্ছে।”
এসএআর-এর প্রধান নির্বাহী বাশার আল-মালিক যোগ করেন, আমরা শুধু রেল পরিচালনা করছি না; আমরা বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করছি উন্নত পরিবহন সমাধানের মাধ্যমে।
এই প্রকল্প জন-বেসরকারি অংশীদারিত্বের সাফল্যের এক দৃষ্টান্ত।”
অন্যদিকে আর্সেনাল গ্রুপ-এর সিইও পাওলো বারলেত্তা বলেন, “এটি কেবল একটি বিলাসবহুল ট্রেন নয়; এটি একটি সাংস্কৃতিক ভ্রমণ। আমরা ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের শেষ নাগাদ প্রথম যাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত।
কবে থেকে চলবে
‘ড্রিম অব দ্য ডেজার্ট’ ট্রেনটি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের শেষে যাত্রী পরিবহন শুরু করবে বলে আশা করা হচ্ছে।
বুকিং সংক্রান্ত তথ্য ও বিশেষ প্যাকেজ শিগগিরই অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
? সূত্র: সৌদি প্রেস এজেন্সি আরব নিউজ