রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

ইমিগ্রেশন এজেন্টের অবস্থান জানিয়ে দিত

ট্রাম্পের চাপে পড়ে আইসিই-ব্লক অ্যাপ সরিয়ে ফেলল অ্যাপল

টেকস্ক্রল

প্রকাশ: ২৩:৩৫, ৪ অক্টোবর ২০২৫

ট্রাম্পের চাপে পড়ে আইসিই-ব্লক অ্যাপ সরিয়ে ফেলল অ্যাপল

ট্রাম্প প্রশাসনের চাপে জনপ্রিয় অ্যাপ আই.সি.ই-ব্লক সরিয়ে ফেলতে বাধ্য হলো আইফোন নির্মাতা অ্যাপল। অ্যাপল জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের পর অ্যাপ স্টোর থেকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই ট্র্যাকিং ব্লকের জন্য নিজেদের অন্যতম জনপ্রিয় অ্যাপটিসহ সংশ্লিষ্ট অন্যান্য অ্যাপও সরিয়ে ফেলেছে তারা।

এ অ্যাপটি ব্যবহারকারীদের তাদের এলাকায় ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টদের উপস্থিতি সম্পর্কে সতর্ক করতো। আইসিই মূলত ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির মূল অংশ এবং এজেন্টরা নিয়মিতভাবে অভিবাসীদের ওপর তল্লাশি ও গ্রেপ্তার অভিযান চালিয়েছে।

মার্কিন বিচার বিভাগ বলেছে, এই অ্যাপের কারণে এজেন্টদের ওপর আক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

ট্রাম্প মার্কিন প্রশাসনে আসার পর থেকে অবৈধ অভিবাসী রয়েছেন এমন কয়েকটি অঞ্চলে অভিযান চালায় আইসিই। ট্রাম্প প্রশাসনের নির্দেশে ফিলিস্তিন সমর্থকদের মধ্যে বেশ কিছু ভিসাধারী ও স্থায়ী আমেরিকান নাগরিককেও গ্রেপ্তার করেছে এই সংস্থা।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এক বিবৃতিতে বলেছেন, বৃহস্পতিবার অ্যাপলকে অ্যাপটি সরিয়ে ফেলতে অনুরোধ করে মার্কিন বিচার বিভাগ। আরও বলেছেন, আইসিইব্লক অ্যাপটি এমনভাবে তৈরি হয়েছে যাতে এজেন্টরা কেবল নিজেদের দায়িত্ব পালন করতে গেলেই ঝুঁকির মুখে পড়তে পারেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধে সহিংসতা একেবারেই সহ্য করা যাবে না এবং এ ধরনের কাজ কোনোভাবেই মেনে নেয়া হবে না।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন