বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

মহাকাশে যাওয়া প্রথম প্রাণী

মহাকাশচারী কুদরিয়াভকার শেষ পরিণতি কি হয়েছিলো?

টেকস্ক্রল

প্রকাশ: ১১:১৫, ৪ নভেম্বর ২০২৫

মহাকাশচারী কুদরিয়াভকার শেষ পরিণতি কি হয়েছিলো?

মহাকাশে যাওয়া প্রথম প্রাণী লাইকা

কুদরিয়াভকার যাত্রা

মানুষের আগে মহাকাশে গিয়েছিলো লাইকা নামের একটি কুকুর। যাকে রকেটে করে পাঠায় সাবেক সোভিয়েত ইউনিয়ন। তবে লাইকার মূল নাম কুদরিয়াভকা। ঘটনাটা ১৯৫৭ সালের। ৩ নভেম্বর তারিখে লাইকার সেই ঐতিহাসিক যাত্রা হয় স্পুটনিক-২ মহাকাশযানে। যা আজও স্মরণে রেখেছে বিশ্বের মানুষ। 

সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৫৭ সালের ৪ অক্টোবর স্পুটনিক ১ উৎক্ষেপণ করে। যা ছিলো বিশ্বকে চমকে দেয়ার মতো ঘটনা। এরপর খুব দ্রুত স্পুটনিক ২ তৈরি করে তারা। এই যানের মাধ্যমে মানুষের আগে প্রাণীকে মহাকাশের প্রতিকূল পরিবেশে বাঁচানো যাবে কি না, সেটা পরীক্ষা করা হয়।

 কৃত্রিম নিউরন তৈরিতে সফল হয়েছে বিজ্ঞানীরা

লাইকাকে বাছাই করা হয় কেন?

মিশ্র জাতের মেয়ে কুকুর লাইকার জন্ম, বেড়ে ওঠা ছিলো মস্কোর সড়কে। শান্ত স্বভাবের কুকুরটি আকারে ছিলো ছোট। বয়স ছিলো ৩ বছর। শান্ত হওয়ার কারণে কঠিন প্রশিক্ষণেও টিকে যায় লাইকা। এ কারণেই তাকে বাছাই করা হয় মহাকাশযাত্রার জন্য। এমনকি তাকে বিশেষ চেম্বারে দীর্ঘক্ষণ বসে থাকার প্রশিক্ষণও দেয়া হয়েছিলো। হার্টবিট এবং শ্বাস-প্রশ্বাস মাপার জন্য বেশকিছু সেন্সর যুক্ত করা হয় লাইকার শরীরে।

 ধারণার চেয়ে দ্রুত বাড়ছে ফাইভ-জি গ্রাহক

১৯৫৭ সালের ৩ নভেম্বর

লাইকাকে বহন করা স্পুটনিক ২ মহাকাশযান কাজাখস্তান থেকে উৎক্ষেপণ করা হয়। আর-সেভেন আইসিবিএম (আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল) এর মাধ্যমে মহাকাশে পাঠানো হয় স্পুটনিক ২ কে। এটি ছিলো ৪ মিটার উঁচু একটি ক্যাপসুল যার গোড়ার ব্যাস ছিলো ২ মিটার। এর মধ্যে একটি আলাদা কেবিন তৈরি করা হয়েছিলো লাইকার জন্য। বাকি অংশে ছিলো বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি।

 চিপ ছাড়াই মনের কথা জানতে অল্টম্যানের বিনিয়োগ

কতক্ষণ বেঁচে ছিলো লাইকা?

সোভিয়েত বিজ্ঞানীরা প্রথমে ঘোষণা করেছিলেন, কক্ষপথে কয়েকদিন জীবিত ছিলো লাইকা। কয়েক দশক পরে ২০০২ সালে, রাশিয়ার বিজ্ঞানী দিমিত্রি মালাশেনকভ আসল তথ্য ফাঁস করেন। উৎক্ষেপণের সময় প্রচণ্ড শব্দ এবং কাঁপাকাঁপির কারণে লাইকা আতঙ্কিত হয়ে পড়ে। স্পুটনিক ২ পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর পরপরই তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। এতে কেবিনের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যায়। অতিরিক্ত চাপ ও তাপে যাত্রা শুরুর পাঁচ থেকে সাত ঘণ্টা পরই লাইকা মারা যায়। কুকুরটি মহাকাশযাত্রা বিভিন্ন কারণে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। তবে লাইকার মৃত্যু বিশ্বের কাছে  সোভিয়েত ইউনিয়নের সম্মান ক্ষুন্ন করে।

সূত্র: ইন্টারনেট

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন