রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

ব্যবহারকারীকেও দেবে সতর্কবার্তা

ব্যাটারি বেশি খরচ হলে অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে গুগল

টেকস্ক্রল

প্রকাশ: ১১:৩০, ১৫ নভেম্বর ২০২৫

ব্যাটারি বেশি খরচ হলে অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে গুগল

গুগলের ব্যাটারি ব্যবহারের নির্দেশিকা বারবার লঙ্ঘন করলে, ডেভেলপারকে সতর্কবার্তা পাঠাবে

অ্যাপ ডেভেলপারদের ওপর থাকবে নজর

কখনো কি এমন হয় যে দ্রুত ফোনের চার্জ শেষ হচ্ছে, কিন্তু কেনো হচ্ছে বুঝতে পারছেন না? দেখা যায় চার্জের ক্ষয় কমাতে সব ধরনের ব্যবস্থা নিয়েও কাজ হচ্ছে না। এমন বাস্তবতায় বোঝা কঠিন হয়ে পড়ে যে কোনো অ্যাপ অতিরিরক্ত ব্যাটারি খরচ করছে কিনা।

এ সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে যাচ্ছে গুগল। অ্যান্ড্রয়েড ডেভেলপার ব্লগে তারা লিখেছে, চার্জ ক্ষয়ের সঠিক কারণ জানতে সাহায্য করা হবে ব্যবহারকারীদের। মার্কিন সার্চ জায়ান্ট এক নতুন মেট্রিক চালুর ঘোষণা দিয়েছে যার মাধ্যমে অ্যাপ ডেভেলপাররা ব্যাটারি খরচের ওপর নজর রাখতে পারবেন।

 জেমিনাই চ্যাটবট আসছে গুগল টিভিতে

গুগলের ব্যাটারি ব্যবহারের নির্দেশিকা বারবার লঙ্ঘন করলে, ডেভেলপারকে সতর্কবার্তা পাঠাবে কোম্পানি। মেট্রিকটি বিশেষভাবে নজর রাখবে সেসব অ্যাপের ওপর যেগুলো ফোনকে স্লিপ মোডে যাওয়ার ক্ষেত্রে বাধা দেয় কিংবা ব্যাকগ্রাউন্ডে কাজ চালাতে থাকে। এই অবস্থাকে বলে ওয়েক লক।

ওয়েক লক বেশি হলেই সতর্কবার্তা

গুগল বলছে, ব্যাটারি খরচের প্রধান কারণ ওয়েক লক। এজন্য কোম্পানিটি এমন এক সীমা নির্ধারণ করেছে, যা ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপের গ্রহণযোগ্যতা ঠিক করে দেবে। এই সীমা অনুসারে, কোনো ব্যবহারকারীর সেশন যদি ২৪ ঘণ্টার মধ্যে দুই ঘণ্টার বেশি ওয়েক লক ধরে রাখে তবে সেটিকে অতিরিক্ত হিসেবে ধরে নেবে গুগল। তবে ব্যবহারকারীর জন্য সুবিধাা হয়-এমন ক্ষেত্রে ছাড় দেয়া হবে। যেমন-অডিও প্লেব্যাক বা ডেটা ট্রান্সফারের বেলায়।

 বাংলাদেশেও চালু হল সেমিকন্ডাক্টর তৈরির প্রশিক্ষণ ইনস্টিটিউট

কোনো ডেভেলপার ওয়াক লকের সমস্যা ঠিক না করলে সতর্কবার্তা দেবে গুগল। প্লে স্টোরের লেবেলে লেখা থাকবে-এই অ্যাপের ব্যাকগ্রাউন্ড কার্যকলাপ বেশি হওয়ায় ব্যাটারি খচর বেশি হতে পারে।  এসব নিয়ম ২০২৬ সালের ১ মার্চ থেকে কার্যকর হবে।

সূত্র: এনগ্যাজেট

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন