স্থলাভিষিক্ত হবেন টিম কুকের
অ্যাপলের নতুন সিইও হিসেবে টার্নাসকে নিয়ে গুঞ্জন
টেকস্ক্রল
প্রকাশ: ১৩:৪৩, ১৬ নভেম্বর ২০২৫
অ্যাপল সিইওর পদ ছাড়তে যাচ্ছে টিম কুম
টিম কুকের ১৪ বছর
অ্যাপলের সঙ্গে প্রধান নির্বাহী হিসেবে টিম কুকের যাত্রাটা শুরু হয় ২০১১ সালে। যখন সিলিকন ভ্যালির কিংবদন্তী স্টিভ জবস অ্যাপল ছেড়েছিলেন। ১৪ বছর অ্যাপলকে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সারিতে ধরে রেখেছেন তিনি। নিজের গ্যারাজ থেকে কোম্পানি প্রতিষ্ঠা করে যা চালিয়ে গিয়েছিলেন স্টিভ জবস।
এআই শিল্পে ধস নামতে পারে: বিল গেটস
কুকেরও সময় শেষ হয়ে এসেছে। ২০২৬ সালের শুরুতেই অ্যাপলের প্রধান নির্বাহীর দায়িত্ব ছাড়তে পারেন তিনি। তাকে বিদায় জানানোর জন্য বড়সড় প্রস্তুতিও নিচ্ছে টেক জায়ান্টটি।
জন টার্নাস?
অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাসকে কুকের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। এ তথ্য, এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্যা ফাইনান্সিয়াল টাইমস। বিষয়টির সঙ্গে জড়িত কিছু সূত্রের বরাতে বলা হয়, কোম্পানির বোর্ড ও শীর্ষ নির্বাহীরা নেতৃত্ব পরিবর্তনের প্রস্তুতি আরও জোরালোভাবে নিচ্ছেন।
Sam Altman's huge investment in technology to read people's minds without implanting a chip
পত্রিকাটির মতে, খুব সম্ভবত জানুয়ারির শেষ দিকে পরবর্তী আয়ের প্রতিবেদন প্রকাশের পর নতুন সিইওর নাম ঘোষণা করবে অ্যাপল। ওই প্রতিবেদনে, কোম্পানিটির ছুটির মৌসুমে বিক্রির গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। যদিও এ নিয়ে অ্যাপল কিছু বলেনি।
সূত্র: ফাইনান্সিয়াল টাইমস
