ফেসবুকের বড় সিদ্ধান্ত
কৃত্রিম বুদ্ধিমত্তায় আমূল বদলে যাচ্ছে মার্কেটপ্লেস
টেকস্ক্রল
প্রকাশ: ১১:৪৪, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৩৭, ২০ নভেম্বর ২০২৫
সবচেয়ে বড় চমক ’কালেকশনস’ নামের ফিচার
ঝিমিয়ে পড়া মার্কেটপ্লেসে নতুনত্ব
অনেকটা ঝিমিয়ে পড়া মার্কেটপ্লেসকে একেবারেই নতুন লুক দিচ্ছে ফেসবুক। সবচেয়ে বড় চমক-কালেকশনস নামের একটি ফিচার। যেখানে একজন ব্যবহারকারী, নিজের পছন্দের পণ্যগুলোর আলাদা করে তালিকা তৈরি করতে পারবেন। এই তালিকা ব্যক্তিগত ব্যবহার কিংবা পাবলিক করা-দুই সুযোগই রাখা হয়েছে। চাইলে নিউজ ফিড, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপেও এটি শেয়ার করা যাবে।
মার্কেটপ্লেসকে ব্যবহারবান্ধব করতে কেনাকাটা, নতুন সামাজিক ফিচার, চেকআউটের উন্নত সুবিধাসহ এআইভিত্তিক বিভিন্ন জিনিস যুক্ত করার ঘোষণা মেটার।
ব্যক্তিগত স্বাস্থ্যসহকারী আনতে যাচ্ছে ওপেনএআই
পরীক্ষামূলক পর্যায়
শুরুতে পরীক্ষামূলকভাবে কোলাবোরেটিভ বায়িং সুবিধা চালু করেছে। এতে বিক্রেতার সঙ্গে চ্যাটের ক্ষেত্রে বন্ধুকেও যুক্ত করতে পারেন ক্রেতা। পরিবারের জন্য কোনো জিনিস কেনার ক্ষেত্রে যৌথ সিদ্ধান্ত প্রয়োজন হলে, এ ফিচার বেশ ভালো সুবিধা দিতে পারে।
মেটার লক্ষ্য, নিজেদের সব পণ্য ও সেবায় এআই প্রযুক্তি নিয়ে আসা। যোগাযোগ, কেনাবেচা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্মিলনে ফেসবুকে ব্যবহারকারীর সময় বাড়ানো আর অন্য প্ল্যাটফরমগুলোর সঙ্গে প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরিই তাদের মূল উদ্দেশ্য। নতুন সুবিধার চ্যাটে ‘সাজেস্টেড কোয়েশ্চন টু আস্ক’ নামের বাটন পাবেন ক্রেতা। এক্ষেত্রে পণ্যের তথ্য আর আগের কথোপকথনের ওপর নির্ভর করে ক্রেতাকে প্রশ্ন করায় সহায়তা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
The live translator from science fiction is now a reality
যানবাহনের ক্ষেত্রে চমক
যানবাহনের তালিকায় যুক্ত হয়েছে এআই দিয়ে তৈরি সারসংক্ষেপ। এখন কোনো গাড়ির তালিকা খুললে ইঞ্জিন, নিরাপত্তা, গিয়ার, রিভিউ, দামসহ নানা তথ্য একসঙ্গে পাওয়া যাবে। মার্কেটপ্লেসে পণ্যের তালিকায় সরাসরি প্রতিক্রিয়া জানানো ও মন্তব্যের সুযোগও মিলবে।
পণ্যের বিবরণের অংশে বিক্রেতার তথ্য থাকবে। কেনার সিদ্ধান্ত নিলে ক্রেতাকে সংশ্লিষ্ট সাইটে নিয়ে যাবে এআই। চেকআউটের ক্ষেত্রে শুরুতেই মোট খরচ, শিপিং চার্জসহ প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবে ক্রেতা।
সূত্র: টেকক্রাঞ্চ
