বাণিজ্যিক সেবায় মনোযোগ
রোবোট্যাক্সির দ্রুত বিস্তার ঘটাচ্ছে গুগল
টেকস্ক্রল
প্রকাশ: ১১:৩১, ১১ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের রাস্তায় ওয়েমো রোবোট্যাক্সি
বাণিজ্যিক সেবায় মনোযোগী হচ্ছে ওয়েমো
ওয়েমোর মূল কোম্পানি অ্যালফাবেট, যেটি গুগলেরও মাদার কোম্পানি। দীর্ঘদিন ধরেই স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি নিয়ে কাজ করছে ওয়েমো। তবে এখন পরিবহন সেবার বাণিজ্য রোবোট্যাক্সির দিকেই বেশি ঝুঁকছে তারা।
টেকক্রাঞ্চ ডিজরাপ্ট সম্মেলনে, ওয়েমোর সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা টেকেড্রো বলেছেন, এ মুহূর্তে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যবসার সম্প্রসারণ। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সপ্তাহে ১০ লাখ ট্রিপ দেয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। এখন তাদের রোবোট্যাক্সি প্রায় আড়াই লাখ ট্রিপ দেয় সপ্তাহে। এজন্য কোম্পানিটি আরও তিনটি শহরে চালকবিহীন ট্যাক্সি চালু করতে যাচ্ছে। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, লাস ভেগাস ও সান ডিয়েগো শহরের রাস্তায় দেখা মিলবে ওয়েমো রোবোট্যাক্সির।
হলান্ডের বুগাতি ট্যুরবিলনের দাম প্রায় ৭১ কোটি টাকা
রয়েছে আরও পরিকল্পনা
ওয়েমোর প্রথম বাণিজ্যিক রোবোট্যাক্সি চালু হয় ফিনিক্স কাউন্টিতে। পরে তা সান ফ্রান্সিসকো বে এরিয়া ও লস অ্যাঞ্জেলেসে ছড়ানো হয়। ২০২৪ সালে আটলান্টা ও অস্টিনে ওয়েমোর সেবা চালু হয়। ২০২৬ সালের মধ্যে ডেনভার, মায়ামি, ন্যাশভিল, লন্ডন, সিয়াটল ও ওয়াশিংটন ডিসিতেও বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।
২০২৮ সালের মধ্যে কিবোর্ডের ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে
শুরুতেই সাধারণ মানুষের জন্য নয়
ডেট্রয়েট, লাস ভেগাস ও সান ডিয়েগোতে প্রাথমিকভাবে সাধারণের জন্য সেবা চালু হবে না। প্রথমে গাড়ি চালিয়ে শহরের রাস্তার মানচিত্র তৈরি করবে মানুষ। পরবর্তী ধাপে মানুষকে সরিয়ে স্বয়ংক্রিয়ভাবে চলাচল শুরু করবে ওয়েমো ট্যাক্সি। এসব গাড়িতে উন্নত ক্যামেরা, রাডার, লিডার সেন্সর, সেলফ ড্রাইভিং সফটওয়্যার ব্যবহার করা হবে। এভাবে পরীক্ষামূলক চলাচলের পর ওয়েমোর কর্মী, গণমাধ্যমকর্মী ও সিলেকটেড কিছু ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে ওয়েমো রোবোট্যাক্সি।
সূত্র: সিএনবিসি
