সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

| ১৪ পৌষ ১৪৩২

পরিষেবা বিঘ্নিত হবে না

পুরনো জিমেইলের নাম পরিবর্তনের সুযোগ দিল গুগল

টেক স্ক্রল

প্রকাশ: ০৮:৫৮, ২৯ ডিসেম্বর ২০২৫

পুরনো জিমেইলের নাম পরিবর্তনের সুযোগ দিল গুগল

পুরনো জিমেইলের নাম বদলে নেয়ার সুযোগ মিলবে

শখ থেকে আজব আর অদ্ভত নামে মেইল অ্যাকাউন্ট খুলেছেন এমন মানুষ কম নয়। পেশাগত জীবনে সেই মেইল এড্রেস অনেকে ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন, আবার অনেকে এমনও আছেন যাদের মেইলটি পরিচিত হয়ে যাওয়ায় ফেলে দিতে পারছেন না। ভারতের এমন গ্রাহকদের জন্য অদ্ভুত নামের মেইল এড্রেস বদলে নেয়ার সুযোগ দিয়েছে গুগল।

হেল্প পেইজ-এর এক আপডেটে গুগল বলেছে, এখন নিজেদের পুরানো জিমেইল অ্যাড্রেসটি বদলে নতুন অ্যাড্রেস দিতে পারবেন ব্যবহারকারীরা। তবে এতে আগের  ডেটা ও মেইল আদান-প্রদানের সেবায় কোনো সমস্যা তৈরি হবে না।

 ক্রিপ্টোকারেন্সি হ্যাকিংয়ের সবচেয়ে বড় লুট ২০২৫ সালে

সুবিধাটি ভারতীয় ব্যবহারকারীদের জন্য হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ এটি সাপোর্ট পেইজের হিন্দি সংস্করণেই শুধু দেখা যাচ্ছে। অবশ্য গুগল জানিয়েছে, এই ফিচার একে একে সব ব্যবহারকারীর জন্যই চালু হবে। তবে এতে কিছুটা সময় লাগতে পারে।

 ইউটিউবে টেক স্ক্রল

ব্যবহারকারীরা ইমেল অ্যাড্রেস বদলালেও পুরানো অ্যাড্রেসটি বিকল্প নাম হিসেবে থেকে যাবে। সেখানে পাঠানো বিভিন্ন ইমেল আগের মতোই ইনবক্সে আসবে। এছাড়া ড্রাইভ, ম্যাপ ও ইউটিউবে লগ-ইনের জন্য নতুনের পাশাপাশি আগের অ্যাড্রেসটিও ব্যবহার করা যাবে। একই সঙ্গে গুগল এও বলেছে যে, কোনো ব্যবহারকারী চাইলে যেকোনো সময় পুরানো মেইল অ্যাড্রেসটি আবার ব্যবহার করতে পারবেন। তবে একবার পরিবর্তনের ১২ মাস পর্যন্ত নতুন অ্যাড্রেস তৈরি করা যাবে না।

সূত্র: সিএনবিসি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন