মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

| ১৫ পৌষ ১৪৩২

প্রদর্শিত হবে কনজ্যুমার ইলেকট্রনিক্স শোতে

এআই ভিত্তিক নতুন সাউন্ডবার-মিউজিক সিস্টেম আনছে স্যামসাং

টেক স্ক্রল

প্রকাশ: ১৩:২৭, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৩৩, ৩০ ডিসেম্বর ২০২৫

এআই ভিত্তিক নতুন সাউন্ডবার-মিউজিক সিস্টেম আনছে স্যামসাং

এআই ভিত্তিক নতুন সাউন্ডবার-মিউজিক সিস্টেম আনছে স্যামসাং

প্রদর্শিত হবে কনজ্যুমার ইলেকট্রনিক্স শোতে

অডিও পণ্যের নতুন একটি তালিকা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক টেকনোলজি জায়ান্ট স্যামসাং। এসব ডিভাইস ২০২৬ সালে উন্মোচন হবে। তবে একমাসের মধ্যে, অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিক শোতে এগুলো প্রদর্শন করবে স্যামসাং।

পণ্যগুলোয় এআই এবং উন্নত সংযোগ ব্যবস্থাকে প্রাধান্য দেয়া হয়েছে। লাইনআপে রয়েছে নতুন সাউন্ডবার এবং মিউজিক স্টুডিও স্পিকার। পরবর্তী প্রজন্মের সাউন্ডবার ও ওয়াই-ফাই স্পিকারগুলোর ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন আরো গভীর এবং বাস্তবধর্মী শব্দের অভিজ্ঞতা পাওয়া যায়।

 ইউটিউবে টেক স্ক্রল

এসব ডিভাইসে ক্লিন এক্সপ্রেশন বা শব্দের স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে স্যামসাং। ফলে সূক্ষ্ম শব্দও স্পষ্টভাবে শোনা যায়। এছাড়া একাধিক ডিভাইসকে একত্রে সংযুক্ত করে সেগুলোর কর্মক্ষমতা আরো উন্নত করার ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। কিউ-সিরিজ সাউন্ডবার লাইনআপে দুটি নতুন মডেল যুক্ত হয়েছে। এগুলো হলো ফ্ল্যাগশিপ মডেল এইচডব্লিউ-কিউ৯৯০এইচ ও একটি নতুন অল-ইন-ওয়ান সাউন্ডবার।

  বিজনেস পে-আউট পুরস্কার পেয়েছে নগদ

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন