বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

| ২৩ পৌষ ১৪৩২

মাদুরোর অপহরণের পর সিদ্ধান্ত

ভেনেজুয়েলায় ১ মাস ফ্রি ইন্টারনেট দেবে স্টারলিংক

টেক স্ক্রল

প্রকাশ: ১৬:০৮, ৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:২২, ৭ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলায় ১ মাস ফ্রি ইন্টারনেট দেবে স্টারলিংক

ভেনেজুয়েলায় ফ্রি ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক

মাদুরোর অপহরণের পর সিদ্ধান্ত

নিকোলা মাদুরোকে অপহরণের পর, ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে মার্কিন কোম্পানি স্টারলিংক। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ সুবিধা পাবে ভেনেজুয়েলাবাসী। এরইমধ্যে সচল এবং বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টে ইন্টারনেট ক্রেডিটও যুক্ত করেছে ইলন মাস্কের কোম্পানি। এক বিজ্ঞপ্তিতে তারা দাবি করেছে, ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি এবং আইনি প্রয়োজনীতার কারণে তাদের এ পদক্ষেপ।

এখন ভেনেজুয়েলায় স্টারলিংকের ডিভাইস বিক্রি বন্ধ রয়েছে। এটি কবে নাগাদ চালু হবে তা নিশ্চিত করেনি কোম্পানি। অনেকের ধারণা, গ্রাহক ধরে রাখতেই ফ্রি ইন্টারনেটের সুবিধা দিয়েছে স্টারলিংক।

 প্রযুক্তি উন্নত হলেও ইন্টারনেট সংযোগ এখনও ভঙ্গুর কেন?

স্টারলিংক মূলত পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়। তবে এই সেবা পেতে হলে ব্যবহারকারীদের আলাদাভাবে কিছু যন্ত্রপাতি, যেমন অ্যান্টেনা বা রিসিভার কিনতে হয়। স্টারলিংকের নিজস্ব ওয়েবসাইটের ম্যাপে ভেনেজুয়েলাকে ‘কামিং সুন’ হিসেবে দেখানো হয়েছে। যার মানে, সেখানে এখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের সেবা চালু করেনি স্টারলিংক। তবে, কোম্পানিটির তথ্যমতে, সেখানে কিছু ব্যবহারকারী আগে থেকেই সক্রিয় রয়েছেন।

 ইউটিউবে টেক স্ক্রল

৩ ফেব্রুয়ারির পর কোম্পানির এই সেবা ও ইন্টারনেটের দাম কেমন হবে তা এখনও স্পষ্ট নয়। এরপরও সাময়িকভাবে বিনামূল্যের এই ইন্টারনেট সেবা ভেনেজুয়েলার জন্য সহায়ক হতে পারে। কারণ, সাম্প্রতিক মার্কিন বিমান হামলা ও নিকোলা মাদুরোকে আটকের জন্য চালানো অভিযান পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা জরুরি হয়ে পড়েছে।

সূত্র: সিএনবিসি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন