৬০০ কোটি মানুষ এখন অনলাইনে
বিশ্বে এক বছরে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২৪ কোটি
টেক স্ক্রল
প্রকাশ: ১৪:৩৫, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৩৩, ৩০ ডিসেম্বর ২০২৫
বিশ্বে এক বছরে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২৪ কোটি
৬০০ কোটি মানুষ এখন অনলাইনে
বিশ্বে মোট জনসংখ্যার চার ভাগের তিন ভাগই এখন অনলাইনে একটিভ। সংখ্যায় যা প্রায় ৬০০ কোটি। শুধু ২০২৫ সালে নতুন করে ইন্টারনেটে যুক্ত হয়েছে ২৪ কোটি মানুষ। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন-আইটিইউ এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ক্রিপ্টোকারেন্সি হ্যাকিংয়ের সবচেয়ে বড় লুট ২০২৫ সালে
আইটিইউর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৮০ কোটি। ২০২৫ সালের হিসাবে এখনো প্রায় ২২০ কোটি মানুষ ইন্টারনেটের আওতার বাইরে। যা আগের বছর ছিলো ২৩০ কোটি। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তির সুবিধা পেতে শক্তিশালী ডিজিটাল অবকাঠামো, সাশ্রয়ী সেবা এবং কারিগরি দক্ষতা অর্জনে গুরুত্ব দেয়া হচ্ছে। তবে ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও ইন্টারনেটের মানের ক্ষেত্রে বড় বৈষম্য রয়েই গেছে।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, এখন ফাইভ-জি গ্রাহকের সংখ্যা ৩০০ কোটির বেশি। ২০২৫ সালেই প্রায় ৫৫ শতাংশ মানুষ ফাইভ-জি নেটওয়ার্কের আওতায় এসেছে। তবে ধনী দেশগুলোয় ৮৪ শতাংশ মানুষ ফাইভ-জি ব্যবহারের সুযোগ পেলেও নিম্ন আয়ের দেশগুলোয় এ হার মাত্র ৪ শতাংশ।
