প্রথম ২ ন্যানোমিটার স্মার্টফোন চিপ
স্যামসাংয়ের নতুন প্রসেসর ১১৩ শতাংশ বেশি কর্মক্ষম
টেক স্ক্রল
প্রকাশ: ১৫:৪৯, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:০৬, ২৩ ডিসেম্বর ২০২৫
এক্সিনস ২৬০০-এ আগের সব সমস্যা সমাধান করা হয়েছে
প্রথম ২ ন্যানোমিটার স্মার্টফোন চিপ
স্মার্টফোনের জন্য নিজেদের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর এক্সিনস ২৬০০ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। তাদের দাবি অনুযায়ী, এটি বিশ্বের প্রথম ২ ন্যানোমিটার স্মার্টফোন চিপ। এটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন-৮ এলিট জেন-৫ ও মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৫০০ চিপের সঙ্গে প্রত্যক্ষভাবে প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।
২০২৪ সালে গ্যালাক্সি এস-২৫ এ এক্সিনস চিপ ব্যবহার করেনি স্যামসাং। তার বদলে পুরোপুরি নির্ভর করা হয় স্ন্যাপড্রাগনের ওপর। এতেই বিপাকে পড়ে কোম্পানিটি। কম কার্যক্ষমতা ও অতিরিক্ত গরম হয়ে যাওয়ার মতো অভিযোগ ওঠে। এমন বাস্তবতায় সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয় স্যামসাং।
তবে নতুন এক্সিনস ২৬০০-এ আগের সব সমস্যা সমাধান করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট। আসন্ন গ্যালাক্সি এস-২৬ সিরিজের কিছু মডেলে আবারো এক্সিনস চিপ ব্যবহার করার পরিকল্পনা তাদের। এক্সিনস ২৬০০-এ রয়েছে উন্নত এনপিইউ (নিউরাল প্রসেসিং ইউনিট)। এটি আগের প্রজন্মের চেয়ে ১১৩ শতাংশ বেশি পারফরম্যান্স দিতে পারে। টিএসএমসির ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি চিপটিতে রয়েছে ১০-কোর সিপিইউ, যেখানে ব্যবহার করা হয়েছে নতুন সি১-আল্ট্রা ও সি১-প্রো কোর প্রসেসর।
বিজনেস পে-আউট পুরস্কার পেয়েছে নগদ
স্যামসাংয়ের দাবি, এক্সিনস ২৫০০-এর তুলনায় নতুন চিপে সামগ্রিক কার্যক্ষমতা বেড়েছে সর্বোচ্চ ৩৯ শতাংশ। এতে যুক্ত হয়েছে নতুন এক্সক্লিপস ৯৬০ জিপিইউ, যা ৫০ শতাংশ বেশি রে-ট্রেসিং পারফরম্যান্স দেয়। পাশাপাশি এতে এআই-ভিত্তিক রেজল্যুশন স্কেলিং ও ফ্রেম জেনারেশনের সুবিধাও রয়েছে।
ক্যামেরা ব্যবহারে এক্সিনস ২৬০০ সর্বোচ্চ ৩২০ মেগাপিক্সেল সেন্সর সমর্থন করে এবং ১০৮ মেগাপিক্সেল ক্যামেরায় জিরো শাটার ল্যাগ সুবিধা দেয়। এটি ৮কে ৩০ ফ্রেম ও ৪কে ১২০ ফ্রেম পার সেকেন্ডে এইচডিআর ভিডিও রেকর্ড করতে পারে। চিপের তাপ নিয়ন্ত্রণে স্যামসাং ব্যবহার করেছে নতুন ‘হিট পাথ ব্লক’ প্রযুক্তি।
চিপ বসানো ছাড়াই মানুষের মনের কথা উদ্ভাবনের প্রযুক্তিতে স্যাম অল্টম্যানের বিপুল বিনিয়োগ
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
