নিউরালিংকের ঝুলিতে আরেক সফলতা
শুধু চিন্তা দিয়ে রোবটিক হাত নাড়াচ্ছেন পক্ষাঘাতগ্রস্তরা
টেকস্ক্রল
প্রকাশ: ১৫:৪৭, ৫ ডিসেম্বর ২০২৫
কাপ তুলে পানি খেয়েছেন এক রোগী
আরও এক ধাপ এগিয়ে গেল ইলন মাস্কের নিউরালিংক। শুধু চিন্তা দিয়ে কম্পিউটারে নিজের নাম লিখে আলোচনার জন্ম দিয়েছিলেন প্রায় ২০ বছর ধরে একেবারেই নড়তে না পারা এক রোগী। এবার একইভাবে রোবটিক হাত নিয়ন্ত্রণ করে হইচই ফেলে দিলেন আরেক রোগী।
হাত নাড়িয়ে নিলেন মুখের কাছে
২০০৬ সালে এক দুর্ঘটনায় ঘাড়ের নিচ থেকে পুরোপুরি অবশ হয়ে যায় রকি স্টাউটেনবার্গের। এক্স-এ শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, মস্তিষ্কে বসানো চিপের সাহায্যে শুধু চিন্তা করে একটি রোবটিক হাত নিজের মুখের দিকে আনেন তিনি। এর আগে বিভিন্ন সহায়ক প্রযুক্তির ওপর নির্ভর করতেন স্টাউটেনবার্গ, যার মধ্যে ছিল মুখ দিয়ে চালানো একটি কন্ট্রোলার, যার সাহায্যে তিনি ভিডিও গেইম খেলতে পারতেন।
এআই নিয়ে ভয়াবহ পরিণতির সতর্কবার্তা দিলেন- জেমস ক্যামেরন
কাপ থেকে পানি খেয়েছেন আরেক রোগী
অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্কলেরোসিস রোগে আক্রান্ত আরেক রোগী নিক রে। তিনিও নতুন এই সক্ষমতা পেয়েছেন। রোবটিক হাত ব্যবহার করে একটি কাপ তুলে সেটি থেকে পানি খেয়েছেন।
নিউরালিংকের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এমন যন্ত্রের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ইলন মাস্কের কোম্পানি।
কৃত্রিম নিউরন তৈরিতে সফল হয়েছে বিজ্ঞানীরা
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইস চিপের ট্রায়ালে অংশ নেয়ার জন্য এর আগে ১০ হাজারের বেশি মানুষ নিউরালিংকে রেজিস্ট্রেশন করেন। বর্তমানে নিউরালিংকের ক্লিনিকাল ট্রায়াল কেবল স্পাইনাল কর্ডের আঘাত বা মোটর নিউরনে পক্ষাঘাতগ্রস্তদের জন্য চালু আছে। অবশ্য ইলন মাস্কের আশা, তাদের ব্রেইন চিপ প্রযুক্তি ব্যবহার করে একসময় এআইয়ের সঙ্গে এক ধরণের সহাবস্থান তৈরি করতে পারবে মানুষ।
সূত্র: দ্যা ইন্ডিপেনডেন্ট
