গুগলের এনক্রিপটেড সেবা
অ্যান্ডয়েড ফোনে লাইভ ভিডিও শেয়ারিং সুবিধা
টেকস্ক্রল
প্রকাশ: ১৫:২০, ১২ ডিসেম্বর ২০২৫
অ্যান্ডয়েড ফোনে লাইভ ভিডিও শেয়ারিং সুবিধা
প্রাথমিক ভাবে যেসব দেশে চালু
জরুরি অবস্থায় তাড়াতাড়ি সহায়তা পাওয়ার জন্য ব্যবহারকারীর ফোন থেকে লাইভ ভিডিও শেয়ারিং সুবিধা এনেছে গুগল। নাম দেয়া হয়েছে অ্যান্ড্রয়েড ইমার্জেন্সি লাইভ ভিডিও। প্রাথমিকভাবে তিনটি দেশে এ সুবিধা চালু করা হয়েছে। এতে ব্যবহারকারী জরুরি সেবার কর্মীদের কাছে ফোনের ক্যামেরার ফিড কিংবা ভিডিও পাঠাতে পারবেন।
এক বছরে পাসওয়ার্ড চুরি বেড়েছে ৫৯ শতাংশ
গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ফোনগুলোয় সুবিধাটি এরই মধ্যে চালু হয়েছে। জার্মানি ও মেক্সিকোর কিছু অঞ্চলেও এটি ব্যবহার করা যাবে। এজন্য ফোনে অ্যান্ড্রয়েড ৮ বা তার পরের সংস্করণ থাকতে হবে।
এনক্রিপটেড সেবা
গুগল বলেছে, ভিডিও সুবিধাটি ডিফল্টভাবেই এনক্রিপটেড থাকবে। তাই নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই। ভিডিও চালু হলে তা ফোনের পর্দায় ছোট করে উইন্ডো হিসেবে দেখা যাবে। অবশ্য, চাইলে সেটি বড়ও করতে পারবেন ব্যবহারকারী। যেকোনো এটি বন্ধ করতে রাখা হয়েছে স্টপ শেয়ারিং বাটন। পাশাপাশি আলো জ্বালানো বা সামনের ক্যামেরায় ভিডিও নেয়ার সুযোগও থাকবে। তবে গুগল নিশ্চিত করেছে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো ভিডিও শেয়ার হবে না। পুরো প্রক্রিয়া নিরাপত্তা মান বজায় রেখে পরিচালিত হবে।
গুগলের কাছ থেকে ব্যবহারকারীদের তথ্য তৃতীয় পক্ষের হাতে যায়নি এমন ঘটনা নিশ্চিতভাবে বলা যায় না। তাই নতুন এই সুবিধা আসলেই নিরাপদ কি না, তা নিয়ে কিছু বিশেষজ্ঞ আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: দ্যা ভার্জ
