মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

| ৭ পৌষ ১৪৩২

স্পেসএক্সের স্টারলিংক

ছড়িয়ে পড়েছে ভাঙা টুকরো, ডিগবাজি খাচ্ছে স্যাটেলাইট

টেক স্ক্রল

প্রকাশ: ১২:৫২, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৪৫, ২১ ডিসেম্বর ২০২৫

ছড়িয়ে পড়েছে ভাঙা টুকরো, ডিগবাজি খাচ্ছে স্যাটেলাইট

উড্ডয়নকালে স্পেসএক্সের একটি স্যাটেলাইট

স্পেসএক্সের স্টারলিংক

ইলন মাস্কের আলোচিত একটি স্টারলিংক স্যাটেলাইট যান্ত্রিক ত্রুটির কারণে মহাকাশেই বিস্ফোরিত হয়েছে। স্যাটেলাইটটির পরিচালনা কোম্পানি স্পেসএক্স জানিয়েছে, যান্ত্রিক এই ত্রুটির কারণে স্যাটেলাইটটির প্রপালশন বা জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়। এতে মূল কক্ষপথ থেকে প্রায় ৪ কিলোমিটার নিচে নেমে যায় স্যাটেলাইটটি। এ থেকে অনেক ছোট টুকরো মহাকাশে ছড়িয়ে পড়েছে। তবে এসব টুকরার গতি তুলনামূলক কম বলে দাবি কোম্পানিটির।

 শুধু চিন্তা দিয়ে রোবটিক হাত নাড়াচ্ছেন পক্ষাঘাতগ্রস্তরা

বিভিন্ন স্যাটেলাইটের কক্ষপথ পর্যবেক্ষণকারী কোম্পানি লিও-ল্যাবস জানিয়েছে, স্টারলিংকের স্যাটেলাইটি অন্য কোনো বস্তুর সঙ্গে ধাক্কা খায়নি, নিজের ভেতরেই কোনো শক্তির উৎসের কারণে বিস্ফোরণ ঘটেছে। এদিকে স্যাটেলাইটের অবশিষ্ট অংশগুলো পর্যবেক্ষণ করতে নাসা এবং ইউএস স্পেস ফোর্সের সঙ্গে কাজ করছে স্পেসএক্স।

স্যাটেলাইটটি এখনও অক্ষত আছে বলে জানিয়েছে স্পেসএক্স। তবে এটি মহাকাশে ডিগবাজি খাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এটি। এই স্যাটেলাইট এবং এর ভাঙা টুকরোগুলোর গতিপথ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বেশ অনেকটাই নিচে।

দিন কয়েক আগে প্রতিদ্বন্দ্বী চীনা কোম্পানি সিএএস-স্পেসের এক স্যাটেলাইটের সঙ্গে সংঘর্ষ থেকে শেষ মুহূর্তে রক্ষা পায় স্টারলিংক স্যাটেলাইট। এরপরই ঘটলো নতুন এ ঘটনা। এ বিষয়ে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস বলেছেন, দুই কোম্পানির মধ্যে সমন্বয়ের অভাবের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।

 ইউটিউবে টেক স্ক্রল

এক্স পোস্টে তিনি লিখেছেন, অনেক সময় স্যাটেলাইট কোম্পানিগুলো নিজেদের স্যাটেলাইটের সঠিক অবস্থান অন্যদের সঙ্গে শেয়ার করে না। ফলে মহাকাশে থাকা বিভিন্ন স্যাটেলাইট একে অপরের খুব কাছে চলে আসে।

বর্তমানে প্রায় নয় হাজার ৩০০টি সচল স্যাটেলাইট নিয়ে গঠিত স্টারলিংকের নেটওয়ার্ক ব্যবস্থা, যা অকেজো ইউনিটগুলো বাদে কক্ষপথে থাকা মোট স্যাটেলাইটের প্রায় ৬৫ শতাংশ। এক বছরেই এই সংখ্যা তিন হাজারের বেশি বেড়েছে।

সূত্র: দ্যা ভার্জ

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন