রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

ক্যাসপারস্কির গবেষণা

এক বছরে পাসওয়ার্ড চুরি বেড়েছে ৫৯ শতাংশ

টেকস্ক্রল

প্রকাশ: ১৫:০৬, ৫ ডিসেম্বর ২০২৫

এক বছরে পাসওয়ার্ড চুরি বেড়েছে ৫৯ শতাংশ

পাসওয়ার্ড চুরি বেড়েছে ৫৯ শতাংশ

২০২৫ সাল শেষ হতে আরও প্রায় একমাস বাকি। ডিসেম্বরে আরও সাইবার হামলা হয় কি না তা এখনও নিশ্চিত নয়। এই হিসাব বাদেই, এ বছর দিনে গড়ে ৫ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।

এসব ফাইল শনাক্ত করেছে তাদের ডিটেকশন সিস্টেম। এই হিসাব ২০২৪ সালের চেয়ে ৭ শতাংশ বেশি। বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের সাইবার হুমকি ব্যাপকহারে বেড়েছে, বিশেষ করে পাসওয়ার্ড চুরি ম্যালওয়্যার ৫৯ শতাংশ, স্পাইওয়্যার ৫১ শতাংশ ও ব্যাকডোর হামলা ৬ শতাংশ বেড়েছে।

 নিপীড়নের ভিডিও বানাতে ১ লাখ ২০ হাজার হোম ক্যামেরা হ্যাক

চলতি বছর সবচেয়ে বেশি সাইবার ঝুঁকিতে ছিলো উইন্ডোজ ব্যবহারকারীরা। হামলার ৪৮ শতাংশই হয়েছে উইন্ডোজে। আর ২৯ শতাংশ ম্যাক ব্যবহারকারীর বিরুদ্ধে হয়েছে। বিশ্বে ২৭ শতাংশ ব্যবহারকারী অনলাইনভিত্তিক সাইবার আক্রমণের শিকার হয়েছেন এবং ডিভাইসভিত্তিক হামলার মুখে পড়েছেন ৩৩ শতাংশ। এসব ক্ষেত্রে ম্যালওয়্যার ছড়ানো হয়েছে ইউএসবি, ডিস্ক ও ইনস্টলারের মাধ্যমে।

 Active phones will not be shut down, 2G will remain, BTRC Commissioner says

ক্যাসপারস্কির সাইবার ঝুঁকি বিষয়ে গবেষণা প্রধান বলেছেন, এখনকার সাইবার বিশ্ব আগের যে কোনো সময়ের চেয়ে জটিল। ব্যক্তিগত ব্যবহারকারীদের ক্যাসপারস্কি পরামর্শ দিয়েছে, কোনো ডাউনলোড কিংবা লিংকে সামান্য সন্দেহ হলেই আর ক্লিক না করতে। সবসময় টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা এবং বিভিন্ন অ্যাকাউন্টে আলাদাভাবে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার তাগিদও দেয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন