১২তম কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড
আইসিএসবি-এর স্বীকৃতি পেলো ৪৩ প্রতিষ্ঠান
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৭:২২, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:২৭, ১৮ ডিসেম্বর ২০২৫
১২তম কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের অতিথিরা
১২তম কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড
বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩ প্রতিষ্ঠানকে কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)। সোমবার, সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘দ্বাদশ আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৪’ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গেস্ট অব অনার ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. সাইফুদ্দিন সিএফএ এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো: সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
সভাপতিত্ব করেন আইসিএসবি এর সভাপতি হোসেন সাদাত এফসিএস।
আইসিএসবির নির্ধারিত মান অনুযায়ী, ২০২৪ সালে কর্পোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কোম্পানিগুলোর প্রচেষ্টা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্পোরেট গভর্ন্যান্স কোডের সাথে সঙ্গতিপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়, যার মূল প্রতিপাদ্য ছিল 'প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স'।

পুরস্কার হাতে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা-- ছবি, সৌজন্য
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে তালিকাভুক্ত কোম্পানিসমূহর মধ্য থেকে ১৪টি ক্যাটাগরিতে বিজয়ী ৪৩টি কোম্পানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, গেস্ট অব অনার ও বিশেষ অতিথি। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ- এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি ; ইস্টার্ন ব্যাংক পিএলসি সিলভার এবং সিটি ব্যাংক পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ইসলামিক ব্যাংকিং ক্যাটাগরিতে শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।
নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি; ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সিলভার এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
১৬ ডিসেম্বর চালু হয়নি এনইআইআর, নতুন তারিখ ১ জানুয়ারি
জেনারেল ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে সিটি ইন্স্যুরেন্স পিএলসি ও সেনা ইন্স্যুরেন্স পিএলসি; গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি সিলভার এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি উভয়েই ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি; দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি সিলভার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
টেক্সটাইল ও আরএমজি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি; মতিন স্পিনিং মিলস পিএলসি ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড উভয়েই সিলভার এবং এনভয় টেক্সটাইল লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ফুড ও অ্যালায়েড ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড; অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি সিলভার এবং এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ও গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে এডিএন টেলিকম লিমিটেড; আমরা নেটওয়ার্কস লিমিটেড সিলভার এবং ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ইঞ্জিনিয়ারিং কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি; বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড উভয়ই সিলভার এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি; হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি সিলভার এবং ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ফুয়েল এন্ড পাওয়ার ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে লিনডে বাংলাদেশ লিমিটেড; ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও ডরিন পাওয়ার জেনারেশনস্ এন্ড সিস্টেমস্ লিমিটেড উভয়েই ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
সার্ভিসেস কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে।
টেলিকমিউনিকেশন্স কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রামীণফোন লিমিটেড; রবি আজিয়াটা পিএলসি সিলভার এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড কেবল একটি স্বীকৃতি নয়, এটি বরং আমাদের দেশে উৎকৃষ্ট কর্পোরেট গভর্ন্যান্স চর্চার একটি মানদণ্ড। এই স্বীকৃতি প্রদানের মাধ্যমে আইসিএসবি ভবিষ্যত বাংলাদেশে আরও দায়িত্বশীল ও আধুনিক কর্পোরেট সংস্কৃতি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
লুৎফে সিদ্দিকী বলেন, সার্বিকভাবে সমৃদ্ধ, গণতান্ত্রিক ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে হলে কর্পোরেট কালচারে শক্তিশালী গভর্ন্যান্স নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয়। আর তা নিশ্চিত করতেই এক যুগ ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আইসিএসবি।
ড. আহসান এইচ মনসুর বলেন, এ ধরনের আয়োজন প্রতিষ্ঠানগুলোকে কর্পোরেট গভর্ন্যান্সের উৎকর্ষতা ধরে রাখতে ও অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিত করতে অনুপ্রাণিত করে’।
সূত্র: ইমপ্যাক্ট পিআর
