বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

| ১০ পৌষ ১৪৩২

পরিচিত মানুষের বেশ ধরে হ্যাকার

এনক্রিপশন না ভেঙেই হোয়াটসঅ্যাপ একাউন্ট দখল

টেক স্ক্রল

প্রকাশ: ১৬:১৪, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৫৬, ২৪ ডিসেম্বর ২০২৫

এনক্রিপশন না ভেঙেই হোয়াটসঅ্যাপ একাউন্ট দখল

পরিচিত মানুষ সেজে হোয়াটসঅ্যাপ হ্যাকিং

পরিচিত মানুষের বেশ ধরে হ্যাকার

হোয়াটসঅ্যাপের এনক্রিপশন ব্যবস্থা ভাঙা ছাড়াই কিভাবে অ্যাকাউন্টের দখল নেয়া যায়, তা বের করে ফেলেছে হ্যাকাররা। এ বিষয়ে সতর্কতা জারি করেছেন সাইবার সিকিউরিটি এক্সপার্টরা।

প্রচলিত স্ক্যাম পদ্ধতিতে হোয়াটসঅ্যাপের সাধারণ কিছু ফিচারকে ব্যবহার করে হ্যাকাররা। এরপর ব্যবহারকারীদের ভুল বুঝিয়ে তাদের অ্যাকাউন্ট নিজেদের ডিভাইসের সঙ্গে লিংক করে দেয় হ্যাকার। ফলে ব্যবহারকারীর মেসেজ, ছবি, ভিডিও ও ভয়েস নোট সরাসরি দেখার সুযোগ মিলে যায়। একবার কোনো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেয়ে গেলে তখন ওই ব্যক্তির পরিচিত বা কনটাক্টদের কাছে মেসেজ পাঠাতে থাকে হ্যাকাররা, যাতে আরও নতুন অ্যাকাউন্ট কব্জা করা যায়।

এ কৌশলে টার্গেট ব্যক্তির কাছে একটি মেসেজ বা বার্তা পাঠানো হয়। যা দেখে মনে হয় সেটি কোনো বিশ্বস্ত বা পরিচিত মানুষের কাছ থেকে এসেছে।

 নতুন ঢঙে বিভিন্ন দেশে সাইবার হামলা চলছে

মেসেজের ভেতরে একটি লিংক থাকে, যেখানে সাধারণত ব্যবহারকারীর ছবি আছে বলে দাবি করে হ্যাকার। ওই লিংকে ক্লিক করলে ভুক্তভোগীকে ফেইসবুকের মতো দেখতে নকল এক লগইন পেইজে নিয়ে সেখানে তাকে ফোন নম্বর দিতে বলে তারা।

ছবি দেখানোর পরিবর্তে ওই পেইজ হোয়াটসঅ্যাপের ‘ডিভাইস-পেয়ারিং’ ফিচারটি চালু করে দেয় ও একটি কোড দেখায়। এরপর হ্যাকার ভুক্তভোগীকে নির্দেশ দেয়, তিনি যেন সেই কোডটি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাপে প্রবেশ করান। এভাবে নিজের অজান্তেই অপরিচিত ডিভাইসকে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি দেন ব্যবহারকারী।

হ্যাকারদের এ প্রতারণাটি উন্মোচন করেছেন সাইবার নিরাপত্তা কোম্পানি অ্যাভাস্টের গবেষকরা। কোম্পানিটির নিরাপত্তা বিশেষজ্ঞ লুইস করোনস বলেছেন, এমন আক্রমণ সাইবার অপরাধের ক্রমাগত পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। যেখানে নিরাপত্তা ব্যবস্থা ভাঙার মতোই মানুষের বিশ্বাস ভাঙা এখন হ্যাকারদের কাছে সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই হামলা থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে লিংকড ডিভাইসেস অংশে অপরিচিত কোনো ডিভাইস দেখা গেলে সাথে সাথে সেটি আনলিংক করতে হবে।

  চিপ বসানো ছাড়াই মানুষের মনের কথা উদ্ভাবনের প্রযুক্তিতে স্যাম অল্টম্যানের বিপুল বিনিয়োগ

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন