ভুল ধারণা অনেকের
ভূমিকম্পের সময় বিল্ডিংয়ের নিচে না কি ছাদে যাবেন?
টেকস্ক্রল
প্রকাশ: ১২:০৪, ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পের সময় বিল্ডিংয়ের নিচে না কি ছাদে যাবেন?
কম্পনের সময় ছাদে যাওয়ার প্রবণতা
ভূমিকম্পের সময় অনেকে ছাদকে নিরাপদ আশ্রয় হিসেবে ভেবে থাকেন। এই ভাবনার পেছনে যে কারণগুলো বেশি কাজ করে তা হলো-
১. কম্পন পরবর্তী সময়ে তাড়াতাড়ি উদ্ধার হওয়ার আশা
২. ভবন ভেঙে পড়লেও ছাদ ভাঙবে সবার পরে
৩. উপরের তলাগুলোয় যারা অবস্থান করেন তারা কম্পন অনুভব করেন বেশি এবং তাদের জন্য ছাদে যাওয়াটা সহজ
৪. ছাদে ভিড় কম, তাই বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যাবে
এর বেশিরভাগই ভুল ধারণা।
কেন?
একটি বড়ই গাছ বিবেচনা করুন। মাটিতে তার শিকড় থাকে। বেশ শক্ত অবস্থা। ফল পাড়ার জন্য অনেকে বড়ই গাছ নাড়েন। ঠিক এই সময়ে খেয়াল করলে দেখা যাবে গাছের নিচের অংশের তুলনায় উপরের দিকে কয়েকগুণ বেশি কাঁপছে। বিষয়টি একটি ১০ তলা ভবনের সঙ্গে তুলনা করলেই কিছুটা পরিষ্কার হয় যে উপরের দিকে কম্পন বেশি হয়। যদি উপরের দিকে কম্পন বেশি হয় তাহলে সবচেয়ে আগে বিল্ডিংয়ের পিলারের কোন জায়গা ক্ষতিগ্রস্ত হবে? স্বাভাবিকভাবেই বলা যায় এক্ষেত্রে ছাদ ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে আগে।
ভূকম্পের সময় ছাদে যাওয়া সহজ এটা সত্য। কিন্তু বেশিরভাগ বাড়িতে নিরাপত্তার কারণে ছাদ তালা দেয়া থাকে। এক্ষেত্রে দ্রুত ছাদে যাওয়া সম্ভব নাও হতে পারে। আরেকটি বিষয়, যেহেতু বিল্ডিংয়ের উপরের দিক আগে ক্ষতিগ্রস্ত হয়, তাই ছাদে যেতে সময়ও কম পাওয়া যাবে, এমনকি নাও পাওয়া যেতে পারে।
ছাদে ভিড় কম হওয়ার বিষয়টি আপেক্ষিক। যদি অনেকেই ভাবেন যে, ছাদে যাওয়াটাই নিরাপদ, তাহলে উল্টো ছাদে ভিড় বেশি হতে পারে।
তাছাড়া ছাদের দরজার কাছে অনেকসময় টুকরো রড, ইটের টুকরো, টিন জাতীয় জিনিস স্তূপ করে রাখা হয়। ভূকম্পের সময় এগুলো মাথায় পড়ার শঙ্কা থাকে।
তাহলে কি করব?
যেখানেই থাকুন খাটে হোক কিংবা চেয়ারে, প্রথম কাজ মাটিতে বসে পড়া।
লুকিয়ে পড়ুন। যেমন শক্ত কোনো টেবিলের নিচে। এতে উপর থেকে কিছু পড়লেও আঘাত পাওয়ার আশঙ্কা কিছুটা কমে যায়।
কাছাকাছি যদি কোনো আশ্রয় না থাকে তাহলে কোনো মোটা পিলারের কাছে মাথা এবং ঘাড়ে হাত দিয়ে গুটিয়ে বসে থাকুন।
পাশে কোনো শক্ত কিছু থাকলে অবশ্যই সেটি ধরে থাকবেন। এতে কম্পনের সময় শরীরের ব্যালান্স হারানোর ভয় কম থাকে।
ভূমিকম্প শুরু হলে দৌড়ে বাইরে বা ছাদে যাওয়ার চেষ্টা না করে, যেখানে আছেন সেখানেই কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিন।
