ইঙ্গিত দিলো গুগল
আগামী বছরই ডেস্কটপের জন্য আসছে অ্যান্ড্রয়েড অপারেটিং
টেকস্ক্রল
প্রকাশ: ১১:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ডেস্কটপের জন্য অ্যান্ড্রয়েড বিষয়ে গুগলের সঙ্গে কিভাবে কোয়ালকম কাজ করছে তা পুরোপুরি খোলাসা করেনি কেউই। তবে হাওয়াই দ্বীপপুঞ্জের মাউইতে অনুষ্ঠিত কোয়ালকমের স্ন্যাপড্রাগন সামিটের মূল আলোচ্যই হয়ে ওঠে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।
ওই সামিটে কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন জানান যে, তিনি এরইমধ্যে ডেস্কটপের জন্য অ্যান্ড্রয়েড সফটওয়্যারের একটি ভার্সন দেখতে পেয়েছেন। আর এটি উন্মোচনের অপেক্ষায় অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তিনি।
এই অপেক্ষা শুধু কোয়ালকম সিইও'র না, বিশ্বের বহু অ্যান্ড্রয়েড ভক্তের। তবে গুগল জানিয়েছে, এতে খুব বেশি দেরি নেই আর। গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের হেড সমির সামাত ইঙ্গিত দিয়েছেন, আগামী বছরই ডেস্কটপ কম্পিউটারের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম উন্মুক্ত হতে পারে।
এদিকে, গুগলের কর্মকর্তারা জানিয়েছেন, কোয়ালকমের সঙ্গে সম্মিলিতভাবে, ডেস্কটপ কম্পিউটারের জন্য বিভিন্ন পণ্যের একটি 'সাধারণ কারিগরি ভিত্তি' তৈরিতে কাজ করছে গুগল।
