রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

| ২৮ ভাদ্র ১৪৩২

অ্যামাজনের হঠকারী সিদ্ধান্ত

ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রতিবাদ করায় প্রকৌশলী বরখাস্ত

প্রকাশ: ১৩:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রতিবাদ করায় প্রকৌশলী বরখাস্ত

অ্যামাজনের এক সফটওয়্যার প্রকৌশলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ওই প্রকৌশলী ইসরায়েল সরকারের সঙ্গে কোম্পানির সম্পর্ক এবং প্রজেক্ট নিম্বাস নামে একটি ক্লাউড কম্পিউটিং প্রকল্পের বিরুদ্ধে, প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ বিভিন্ন চ্যানেলে পোস্ট করেছেন।

সিয়াটলে অ্যামাজনের হোল ফুডস বিভাগে কর্মরত ফিলিস্তিনি ইঞ্জিনিয়ার আহমেদ শাহরুরকে এক ই-মেইলে বরখাস্তের খবরটি জানানো হয়।

শাহরুর তার পোস্টে বলেছেন, অ্যামাজন ইসরায়েলি সরকারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল, ডেটা সেন্টার ও অন্যান্য অবকাঠামো সরবরাহ করছে।

প্রজেক্ট নিম্বাস নামে একটি প্রকল্পে অ্যামাজন ও গুগল যৌথভাবে ১২০ কোটি ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে। বিষয়টি নৈতিক দ্বন্দ্বের কারণ হয়ে উঠেছে জানিয়ে, প্রকল্পটি বাতিলের আহ্বান জানিয়েছেন শাহরুর।

অ্যামাজন বলেছে, এসব পোস্টের মাধ্যমে শাহরুর একাধিক নীতিমালা লঙ্ঘন করে থাকতে পারেন, যা নিয়ে তদন্ত চলছে। তবে ঠিক কোন নীতি লঙ্ঘিত হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। এরই মধ্যে অ্যামাজনের ই-মেইল ও বিভিন্ন টুলে শাহরুরের অ্যাকসেস বন্ধ করে দেয়া হয়েছে।

অ্যামাজন ইসরায়েলি সরকারের সঙ্গে কাজের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করে না। গাজার সংঘর্ষ নিয়ে ‘আরাবস অ্যাট অ্যামাজন’ স্ল্যাক চ্যানেলে করা পোস্টগুলো তারা মুছে ফেলেছে। যদিও ফিলিস্তিনিদের সমালোচনা করে যেসব পোস্ট আছে, সেগুলো তারা রেখে দিয়েছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন