বাংলাদেশে ডাউনলোড সন্ধ্যা থেকে
আইওএস ২৬ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হচ্ছে সোমবার
প্রকাশ: ১২:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০২৫

গত জুনে বার্ষিক ডেভেলপার সম্মেলন করে টেক জায়ান্ট অ্যাপল। সেখানেই উন্মোচন করে নতুন প্রজন্মের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ২৬। এরপর কয়েক দফায় চলে ডেভেলপার ও বেটা সংস্করণের পরীক্ষা। এবার আনুষ্ঠানিকভাবে অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। ১৫ সেপ্টেম্বর সোমবার থেকে আইফোন ব্যবহারকারীরা বিনামূল্যে আইওএস ২৬ ডাউনলোড করতে পারবেন।
বাংলাদেশের ব্যবহারকারীরা সেদিন সন্ধ্যার পর আইওএস ২৬ আপডেট করতে পারবেন। আইফোন ১১ থেকে শুরু করে সবশেষ আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে এটি ব্যবহার করা যাবে। এ ছাড়া আইফোন এসই (প্রথম ও দ্বিতীয় জেনারেশন) মডেলে আপডেট নেবে। আইফোন ১৭ সিরিজের ৪টি মডেলেই আইওএস ২৬ বিল্টইন রয়েছে।
আইওএসের নতুন সংস্করণে নকশা ও প্রযুক্তিগত বেশ কিছু পরিবর্তন থাকছে। এর মধ্যে লিকুইড গ্লাস ডিজাইনের স্বচ্ছ ইন্টারফেস, মসৃণ সোয়াইপ ও স্ক্রলিং সুবিধা অন্যতম। অ্যাডাপটিভ ব্যাটারি সেভার সুবিধা কাজে লাগিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে সহজেই ব্যাটারির খরচ কমানো যাবে। নতুন সংস্করণে অ্যাপ দ্রুত চালু করা যাবে। ক্যামেরার ক্ল্যাসিক মোড চালুর টগল বাটন সরিয়ে ফেলা হয়েছে। লো পাওয়ার মোড চালু থাকলে, আইফোনের ব্যাকগ্রাউন্ডের কার্যক্রম, কাজের গতি, পর্দার রিফ্রেশ রেট ও আইক্লাউড সিঙ্ক–সুবিধা সীমিত থাকবে।