রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

| ২৮ ভাদ্র ১৪৩২

আগুন ধরে যাওয়ার শঙ্কা

দেড় লাখ পাওয়ার ব্যাংক ফিরিয়ে নিচ্ছে শাওমি

প্রকাশ: ১৫:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৮:১৪, ৯ সেপ্টেম্বর ২০২৫

দেড় লাখ পাওয়ার ব্যাংক ফিরিয়ে নিচ্ছে শাওমি

ব্যাটারিতে নিরাপত্তা ঝুঁকি ধরা পড়েেছে, তাই বাজার থেকে প্রায় ১ লাখ ৪৭ হাজার পাওয়ার ব্যাংক ফিরিয়ে নিচ্ছে চীনা টেক কোম্পানি শাওমি। তারা জানিয়েছে, এসব ব্যাটারি ব্যবহারকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

শাওমির ৩৩ ওয়াটের পাওয়ার ব্যাংকে ধরা পড়েছে এই নিরাপত্তাজনিত ত্রুটি। ২০ হাজার মিলি এ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন এসব পাওয়ার ব্যাংকে বিল্ট-ইন কেবল রয়েছে। ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে বিক্রি হওয়া ইউনিটগুলোই মূলত ফেরত নেয়া হচ্ছে।

কোম্পানি বলছে, সীমিত কিছু পাওয়ার ব্যাংকে ১২৬২৮০ ব্যাটারি সেলের ২.০ সংস্করণ ব্যবহার হয়েছে। একটানা দীর্ঘ সময় ধরে ব্যবহার ও একসঙ্গে একাধিক ডিভাইস চার্জের ফলে ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। এপর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া না গেলেও, ভবিষ্যৎ ঝুঁকি এড়াতেই এসব ইউনিট বাজার থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত শাওমির।

ত্রুটিপূর্ণ পাওয়ার ব্যাংক ফেরত দিলে গ্রাহকদের ১৫৯ ইউয়ান (প্রায় ২২ ডলার) সম্পূর্ণ ফেরত দেয়া হবে বলে জানিয়েছে চীনা কোম্পানিটি।

চীনে একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগার অভিযোগের পর গত জুলাইয়ে ফ্লাইট নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি মোকাবেলায় কড়াকড়ি আরোপ করে চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার কয়েকটি দেশ।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন