সুবিধা দিচ্ছে মাইক্রোসফট
ফ্রিতে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালানোর উপায়
প্রকাশ: ১০:২৫, ৩ সেপ্টেম্বর ২০২৫

ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যায় শুধু ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনে। তবে এবার সেটা পাওয়া যাবে ফ্রি। মাইক্রোসফটের এজ ব্রাউজার দিয়ে ইউটিউবের পাশাপাশি অন্য ওয়েবসাইটের ভিডিও-ও ব্যাকগ্রাউন্ডে চালানো যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি বলছে, এক্সের একজন ব্যবহারকারী মাইক্রোসফট এজ ক্যানারি ফর অ্যান্ড্রয়েডে একটি নতুন ফ্ল্যাগ যুক্ত হয়েছে বলে দেখেছেন। এটি অ্যাক্টিভ থাকলে, ব্যাকগ্রাউন্ড ভিডিও চালু রাখা যায়।
এটি ব্যবহার করতে চাইলে অ্যান্ড্রয়েড ডিভাইসে মাইক্রোসফট এজ ক্যানারি থাকতে হবে। এই ব্রাউজারের অ্যাড্রেস বারে ‘edge://flags’ লিখে এন্টার চাপতে হবে। এরপর সার্চ করে ভিডিও ব্যাকগ্রাউন্ড প্লে অপশন খুঁজতে হবে। সেটি চালু করে ব্রাউজার রিস্টার্ট দিতে হবে। পরে সেটিংস থেকে সাইট সেটিংস, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লেব্যাকে গিয়ে টগল অন করে দিলেই কাজ শেষ।
একবার চালু করলে ট্যাব বদলালেও, ভিডিও আর থেমে যাবে না।
শুধু তাই নয়, এজ ক্যানারি প্রথম চালুর সময়, ভিডিওস উইদাউট ইন্টারাপ্টিং অ্যাডস অ্যাড-অন চালু করলে বিল্ট-ইন অ্যাডব্লকার চালু হয়ে যায়। এতে ইউটিউবসহ বেশিরভাগ ওয়েবসাইটেই বিজ্ঞাপন আর দেখা যায় না।
২০১৩ সালে উইন্ডোজ ফোনের জন্য মাইক্রোসফট ইউটিউব অ্যাপ ছেড়েছিলো। সেটি বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখাত এবং ডাউনলোডের সুবিধাও দিত। যা ইউটিউবের নীতিমালা ভেঙেছিল। ফলে গুগল সেই অ্যাপ ব্লক করে দেয়।
এখন দেখার বিষয় ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালানো ও বিজ্ঞাপন আটকানোর মতো সুবিধা দেয়ার জন্য গুগল আবারও মাইক্রোসফটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় কি না।