সাইবার নীতিমালা মানছে না
মেটার নামে গুরুতর অভিযোগ হোয়াটসঅ্যাপের সাবেক নিরাপত্তা প্রধানের
প্রকাশ: ০৪:৩৬, ১২ সেপ্টেম্বর ২০২৫

মেটার বিরুদ্ধে কোটি কোটি ব্যবহারকারীকে ঝুঁকিতে ফেলার অভিযোগ করেছেন হোয়াটসঅ্যাপের সাবেক নিরাপত্তা প্রধান আত্তাউল্লাহ বেগ। ২০২১ সালে মেটাতে যোগ দিয়েছিলেন তিনি। ২০২৫ সালে চুক্তি শেষে তাকে আর কাজে রাখেনি কোম্পানিটি। গেল ৮ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার আদালতে এক মামলা দায়ের করেন তিনি।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, বিভিন্ন নিরাপত্তা সমস্যাকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করেছে মেটা। ত্রুটি ঠিক করার বদলে ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর দিকেই তাদের মনোযোগ ছিল বেশি। বিশ্বজুড়ে তিনশ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপের। তবে প্রতিদিন এক লাখেরও বেশি অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, যা ভালোভাবে ঠেকাতে পারছে না মেটা।
১১৫ পৃষ্ঠার নথিতে আরও অভিযোগ করা হয়, ব্যবহারকারীদের ছবি, অবস্থান ও কনটাক্ট লিস্ট দেখতে পারতেন হোয়াটসঅ্যাপ ও মেটার প্রায় দেড় হাজার প্রকৌশলী।
বেগ বলেছেন, এ বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ মেটার শীর্ষ কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ত্রুটি সম্পর্কে সতর্ক করার পরই চাকরি থেকে বের করে দেয়া হয় তাকে।
এদিকে, বেগের এসব অভিযোগকে অস্বীকার করেছে হোয়াটসঅ্যাপ। এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনস বিভাগের ভাইস প্রেসিডেন্ট কার্ল উগ বলেছেন, বিষয়টি খুব পরিচিত কৌশল, যেখানে কোনো সাবেক কর্মী নিজের খারাপ পারফরম্যান্সের কারণে বরখাস্ত হওয়ার পর দলটির চলমান কঠোর পরিশ্রমকে ভুলভাবে উপস্থাপন করে বিকৃত অভিযোগ নিয়ে প্রকাশ্যে আসেন।
এর আগেও কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সময় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছিল মেটা।