রোববার, ৩১ আগস্ট ২০২৫

| ১৫ ভাদ্র ১৪৩২

বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা

সেপ্টেম্বরের কতো তারিখে আসছে আইফোন ১৭?

প্রকাশ: ০৩:০৪, ৯ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:৪৫, ১১ আগস্ট ২০২৫

সেপ্টেম্বরের কতো তারিখে আসছে আইফোন ১৭?

প্রতিবছরই সেপ্টেম্বরের অপেক্ষায় থাকেন অ্যাপল লাভাররা। কারণ এ মাসেই ঘোষণা দেয়া হয় নতুন আইফোনের। তবে এবার আগস্টের এক সপ্তাহ পার হলেও নতুন মডেলের আইফোন উন্মোচন অনুষ্ঠান কবে, তা নিয়ে মুখ খুলছে না অ্যাপল। তাই বেশ কিছুদিন ধরেই নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠানের তারিখ নিয়ে প্রযুক্তিবিশ্বে চলছে তুমুল জল্পনাকল্পনা। অনলাইনে ফাঁস হওয়া বিভিন্ন তথ্য মতে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই আইফোন ১৭ সিরিজ বাজারে আনতে পারে অ্যাপল।

ইতোমধ্যে আইফোন ১৭ সিরিজ উন্মোচনের প্রস্তুতি শেষ করেছে প্রতিষ্ঠানটি। আর তাই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই আইফোন ১৭ সিরিজ বাজারে আনতে পারে অ্যাপল। তবে এটি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘটতে পারে বলে ধারণা অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের। জার্মানির একটি প্রতিষ্ঠানও দাবি করেছে, ৯ সেপ্টেম্বরে নতুন আইফোনের ঘোষণা দিতে পারে অ্যাপল। ঘোষণার ১০ দিন পর অর্থাৎ, ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে নতুন আইফোন।

আইফোন ১৭ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন ও সুবিধা নিয়েও নানা গুঞ্জন। প্রো মডেলে বেশ কিছু বড় পরিবর্তন আসতে পারে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, আইফোন ১৭ প্রো মডেলে থাকবে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা অ্যাপলের ইতিহাসে সর্বোচ্চ। শক্তিশালী ব্যাটারির পাশাপাশি আইফোন ১৭ সিরিজে বেশ কিছু নতুন সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে।

প্রযুক্তি বাজার বিশ্লেষকদের ধারণা, এবারও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে আইফোন উন্মোচন অনুষ্ঠানের আয়োজন হবে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন