পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে
৬.৯ ইঞ্চি ইমার্সিভ ডিসপ্লের রেডমি ১৫ সি আনলো শাওমি
প্রকাশ: ০৮:৫৭, ২৭ আগস্ট ২০২৫ | আপডেট: ০৮:৫৮, ২৭ আগস্ট ২০২৫

দেশের অন্যতম সেরা মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি নিয়ে এলো নতুন স্মার্টফোন রেডমি ১৫সি। দীর্ঘ ব্যাটারি লাইফ ছাড়াও ডিভাইসটিতে আছে এই সেগমেন্টের সবচেয়ে বড় ৬.৯ ইঞ্চি ইমার্সিভ ডিসপ্লে, যা দিয়ে বিনোদনপ্রেমীরা ডিজিটাল কনটেন্ট উপভোগ করতে পারবেন আরও চমৎকারভাবে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ। ফলে যেকোনো কনটেন্ট, ভিডিও দেখা কিংবা এন্ড্রয়েড গেম উপভোগ করা যাবে পরিষ্কারভাবে। এছাড়া দিনের আলোতে কিংবা প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস বাড়ানো-কমানোর মাধ্যমে গ্রাহকের চোখের সুরক্ষাতেও ভূমিকা রাখবে ডিভাইসটি।
ডিসপ্লেতে অত্যাধুনিক প্রযুক্তির কারণে আন্তর্জাতিক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান টিইউভি রেইনল্যান্ডের তিনটি ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছে রেডমি ১৫সি।
দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এই ডিভাইসের অন্যতম সেরা বৈশিষ্ট্য। এতে ব্যবহার করা হয়েছে ৬ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। ৩৩ ওয়াটের টার্বো চার্জার স্মার্টফোনটির ব্যাটারি শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ করতে পারবে ৩১ মিনিটে।
১০ ওয়াট রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকায় ডিভাইসটি পাওয়ারব্যাংক হিসেবেও কাজ করবে। এছাড়া উন্নত চিপসেটের কারণে ফোনটি গরমও হয় কম।
রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। যা রাতের অন্ধকারেও স্পষ্ট ও পরিষ্কার ছবি তুলতে পারে। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি তোলার চমৎকার অভিজ্ঞতা দিতে পারে।
বাধাহীন এবং দ্রুত পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি৮১ আলট্রা অক্টা-কোর প্রসেসর।
এআই ফেস লক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা থাকায়, নিরাপত্তার পাশাপাশি দ্রুত এবং সহজে লক খুলতে পারবেন ব্যবহারকারী। এছাড়া পানির ছিটা ও ধুলা থেকে সুরক্ষা দিতে আছে আইপি ৬৪ রেটিং।
বাংলাদেশে শাওমির কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী। বলেন, এই সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লের ফোন বাজারে আনার পেছনে তাদের প্রেরণা হিসেবে কাজ করেছে রেডমি ১৪সির বিপুল জনপ্রিয়তা। তাই রেডমি ১৫সি-তে ব্যবহার করা হয়েছে আরও উন্নত প্রযুক্তি।
পাতলা, হালকা ও নান্দনিক ডিজাইনের স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন ও মুনলাইট ব্লু রংয়ে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
ভ্যারিয়েন্ট দুটির একটিতে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সুবিধা দিচ্ছে শাওমি। অপরটিতে আছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। প্রথমটির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা এবং পরেরটির ১৭ হাজার ৯৯৯ টাকা।