সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

| ১৬ ভাদ্র ১৪৩২

৬৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি

এআই এর নানা ফিচারযুক্ত নতুন ফোন আনলো রিয়েলমি

প্রকাশ: ০২:৪৮, ২৯ আগস্ট ২০২৫

এআই এর নানা ফিচারযুক্ত নতুন ফোন আনলো রিয়েলমি

শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন আনলো রিয়েলমি। রিয়েলমি নোট-সেভেনটি মডেলের ফোনটিতে ৬ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যুক্ত করা হয়েছে। এতে করে, একবার ফুল চার্জে টানা দুই দিন বা ৪৮ ঘণ্টা ব্যবহার করা যায় ফোনটি।সাথে ১৫ ওয়াটের চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় এটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।

৬.৭৪ ইঞ্চি পর্দার ফোনটিতে ৯০ হার্ডজের আই কমফোর্ট ডিসপ্লে–সুবিধা রয়েছে। এর ফলে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। এ ছাড়া আইপি-ফিফটিফোর রেটিংযুক্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স–সুবিধা আছে এতে। তাই, ফোনটি হাত থেকে পড়ে গেলে ভাঙে না বা পানিতে নষ্ট হয়না।

এআই নয়েজ রিডাকশন কল–সুবিধা থাকায় ভিড়ের মধ্যেও নির্বিঘ্নে কথা বলা যায় ফোনটিতে। পাশাপাশি এতে এআই ক্লিয়ার ফেস, এআই ইমেজিং ম্যাটিং ও এআই ইরেজার ভিডিও এডিটিং-সুবিধা থাকায় সহজেই ছবি ও ভিডিও সম্পাদনা করা যায়।

ফোনটির পেছনে এআই প্রযুক্তিনির্ভর ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায়। ৪ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটি দুটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। সংস্করণভেদে ৬৪ গিগাবাইট ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম যথাক্রমে ১১ হাজার ৯৯৯ টাকা ও ১২ হাজার ৯৯৯ টাকা।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন