বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

| ১৫ শ্রাবণ ১৪৩২

আউটপুট ভোল্টেজ জেনে নেয়া জরুরি

পাওয়ার ব্যাংক কিনছেন, এসব তথ্য জেনেছেন?

প্রকাশ: ০১:২২, ২৮ জুলাই ২০২৫

পাওয়ার ব্যাংক কিনছেন, এসব তথ্য জেনেছেন?

হাতে বহনের সুযোগ থাকায় চলতি পথেও পাওয়ার ব্যাংক দিয়ে স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্ট ঘড়িসহ বিভিন্ন যন্ত্র চার্জ করা যায়। তবে নিরাপদ, কার্যকর ও দীর্ঘস্থায়ী পাওয়ার ব্যাংক কেনার আগে বেশ কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। প্রয়োজন ও যন্ত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে পাওয়ার ব্যাংক কেনা উচিত।

১. আউটপুট ভোল্টেজ কতো?

সব যন্ত্র নির্দিষ্ট ভোল্টেজে চার্জ নেয়। বেশির ভাগ স্মার্টফোনের জন্য এই ভোল্টেজ ৫ হলেও কিছু ফোনের ক্ষেত্রে ৯ বা ১২ ভোল্ট পর্যন্ত প্রয়োজন হতে পারে। বাজারে সব পাওয়ার ব্যাংক এই ভোল্টেজ সমর্থন করে না। তাই পাওয়ার ব্যাংক কেনার আগে নিজের যন্ত্রের চার্জারের ভোল্টেজ এবং পাওয়ার ব্যাংকের আউটপুট ভোল্টেজ মিলিয়ে নেয়া জরুরি।

২. কি পরিমান চার্জ ধরে রাখতে পারে

মানসম্পন্ন পাওয়ার ব্যাংক দিয়ে স্মার্টফোন যাতে অন্তত দুইবার পুরোপুরি চার্জ দেয়া যায় তা নিশ্চিত হতে হবে। এজন্য প্রথমেই ফোনের ব্যাটারির ক্ষমতা কতো তা জানতে হবে। যদি ফোনের ব্যাটারি হয় ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, তবে ১০ থেকে ১২ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার পাওয়ার ব্যাংক নিতে হবে।

৩. নিরাপত্তা

সব পাওয়ার ব্যাংকে নিরাপদ চার্জ সুবিধা থাকে না। এর ফলে অতিরিক্ত চার্জ দেওয়ার ফলে ফোনের ব্যাটারির ক্ষতি করতে পারে। ভালো মানের পাওয়ার ব্যাংকে, ওভারচার্জ বন্ধের পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণ, সার্কিট সুরক্ষা এবং শর্টসার্কিট প্রতিরোধক প্রযুক্তি ব্যবহার করা হয়।

৪. ব্যাটারির ধরন

পাওয়ার ব্যাংকের ভেতরে থাকা ব্যাটারির মান ও ধরনের ওপর নির্ভর করে এর কার্যকারিতা ও নিরাপত্তা। নিম্নমানের ব্যাটারি ব্যবহার হলে তা থেকে তরল বের হতে পারে, এমনকি বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে। নিরাপদ ও নির্ভরযোগ্য পাওয়ার ব্যাংকের জন্য লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারিযুক্ত পাওয়ার ব্যাংক কিনতে হবে।

৫. পোর্টের ধরন ও সংখ্যা

একাধিক যন্ত্রে চার্জ দেয়ার প্রয়োজন হলে পাওয়ার ব্যাংকে একাধিক ইউএসবি পোর্ট থাকা প্রয়োজন। অনেক পাওয়ার ব্যাংকে দুটি বা তার বেশি পোর্ট থাকে, তবে সব পোর্ট সব ধরনের কেবল বা যন্ত্র সমর্থন করে না। তাই পাওয়ার ব্যাংক কেনার আগে প্রয়োজন অনুযায়ী যন্ত্র চার্জ করতে পারবে কি না, তা যাচাই করতে হবে।

৬. পাওয়ার ইন্ডিকেটর

পাওয়ার ব্যাংকে কতটুকু চার্জ অবশিষ্ট আছে বা চার্জ কতটা হয়েছে, তা বোঝার জন্য একটি পাওয়ার ইন্ডিকেটর থাকা প্রয়োজন। এটি হতে পারে ছোট একটি ডিজিটাল ডিসপ্লে বা কয়েকটি এলইডি বাতি। এই সুবিধা থাকলে পাওয়ার ব্যাংকের চার্জ ফুরিয়ে যাওয়ার আগে ব্যবহারকারী তা বুঝতে পারেন এবং ওভারচার্জের ঝুঁকিও এড়ানো যায়।

এ সম্পর্কিত খবর
  • মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজে ১০ শতাংশ ছাড় দিলো গ্রামীণফোন

  • একটি আইএসপিকে লাইসেন্স দিতে কত সরল বিটিআরসি !

  • কী আছে সাকিবের টাইগার গ্যারাজে?

  • ২০ হাজার টাকায় সেরা ১০টি 5G স্মার্টফোন ২০২৫: বাজেটেই ফাস্ট নেটওয়া

  • গেমিং দুনিয়ায় নতুন চমক, গিগাবাইটের অরোস মাস্টার ১৬

  • নতুন প্যাকেজে ২০% বাড়তি ডেটা দেবে বাংলালিংক

  • ব্যান্ডউইথ `কারসাজি’, ছয় আইটিসিকে সাড়ে ১১ কোটি টাকা জরিমানা

  • পাসওয়ার্ড থেকে পাসকিতে স্বয়ংক্রিয় রূপান্তর–সুবিধা চালু করছে গু

  • বাংলাদেশে ৪টি এআইওটি ব্র্যান্ড নিয়ে এলো আকিজ টেলিকম

  • ১০

    প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগে নতুন যুগের সূচনা

  • ১১

    নতুন ম্যালওয়্যার শনাক্ত করল গুগল, কীভাবে আঘাত হানে জানেন

  • ১২

    এআই থেকে মুক্তি চান এলটন জন ও ডুয়া লিপারা

  • ১৩

    এক বছরে ১ হাজার ৯০০ কোটি পাসওয়ার্ড চুরি, আপনার পাসওয়ার্ড নিরাপদ

  • ১৪

    বিটিআরসির লাইসেন্স কার্যক্রম এখন পুরোপুরি ডিজিটাল, চালু হলো ‘LIMS

  • ১৫

    দেশের ৪২% মানুষ ব্যক্তিগত তথ্য চুরির শঙ্কায় থাকেন

  • আরও পড়ুন