কোনো কিছু না ছুয়েও কমান্ড করা যাবে
মেটার রিস্টব্যান্ডে এবার টাইপ করতে পারবেন আঙ্গুলের ইশারায়
প্রকাশ: ০৯:১০, ২৭ জুলাই ২০২৫ | আপডেট: ১২:৩৩, ৩০ জুলাই ২০২৫

কি–বোর্ড কিংবা মাউস ছাড়া কাজ করা অনেকটা অসম্ভব মনে হতো একসময়। এ নিয়ে দীর্ঘদিন ধরে বহু প্রযুক্তি প্রতিষ্ঠান গবেষণা করছে। তবে এবার মেটা এমন এক স্মার্ট রিস্টব্যান্ড বানিয়েছে, যেটা সত্যিই কাজের কাজি। মেটার রিয়েলিটি ল্যাবসের তৈরি এই যন্ত্র হাতের পেশির স্নায়ুসংকেত কাজে লাগিয়ে অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে। এর ফলে শুধু আঙুল নাড়িয়েই টাইপ করার পাশাপাশি স্ক্রলও করা যাবে। এমনকি কোনো কিছু না ছুঁয়েও বিভিন্ন কমান্ড দেয়া যাবে।
সারফেস ইলেকট্রোমায়োগ্রাফি বা এসইএমজি প্রযুক্তির স্মার্ট রিস্টব্যান্ডটি স্নায়ুসংকেত শনাক্ত করে এবং তা কম্পিউটারের বোঝার উপযোগী ডিজিটাল কমান্ডে রূপান্তর করে। ব্যবহারকারী যখন আঙুল নাড়ান বা নির্দিষ্ট অঙ্গভঙ্গি করেন, তখন রিস্টব্যান্ড তা বুঝে নিয়ে সে অনুযায়ী নির্দেশনা পাঠাতে থাকে।
রিস্টব্যান্ডটির মাধ্যমে বিভিন্ন অ্যাপও ব্যবহার করা সম্ভব। এসইএমজি প্রযুক্তি সম্পূর্ণ নন–ইনভেসিভ। এর ফলে শরীরে কোনো যন্ত্র স্থাপন বা পরিশ্রম করতে হয় না। আর তাই যেসব ব্যক্তির হাত কাঁপে বা ঠিকমতো চলাফেরা করতে পারেন না, তাঁদের জন্য এটি হতে পারে কার্যকর সহায়ক যন্ত্র।
স্মার্ট রিস্টব্যান্ডটির কার্যকারিতা যাচাইয়ে মেটা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে গবেষণা শুরু করেছে। শুধু তাই নয়, নিজেদের তৈরি এসইএমজিভিত্তিক টাইপিং ডেটা সেট উন্মুক্ত করার পাশাপাশি নতুন গবেষণা প্রতিবেদনও প্রকাশ করেছে মেটা।