ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু মুছে ফেলুন
দেশের বাজারে মাত্র ১৫ হাজারে মিলছে এআই ফোন
প্রকাশ: ১০:০০, ২৭ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:৪৬, ২৭ জুলাই ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘এক্স৬সি’ মডেলের নতুন স্মার্টফোন এনেছে অনার বাংলাদেশ। ফোনটিতে এআই ইরেজারসহ একাধিক এআই টুল থাকায় সহজেই ছবি থেকে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তুর ছবি মুছে ফেলা যায়। ফলে সেলফি বা দলগত ছবিতে কোনো পথচারীর ছবি এলে তা দ্রুত মুছে ফেলা সম্ভব। ফোনটির দাম ধরা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা।
অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনেক সুবিধা যুক্ত হওয়ায় বর্তমানে স্মার্টফোনের উপযোগিতা বাড়ছে। আর তাই বাংলাদেশের ক্রেতাদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নতুন মডেলের ফোন বাজারে আনছে অনার।
অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিভিন্ন চমক স্মার্টফোনের ব্যবহারকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। অনার এক্সসি৬ মডেলের ফোনটি সাশ্রয়ী দামের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর স্মার্টফোন। যাঁরা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পাশাপাশি ছবি তোলেন বা গেম খেলেন, তাঁদের জন্য ফোনটি খুবই কার্যকর।
৬ দশমিক ৬ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে প্রযুক্তির ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে বড় পর্দায় উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখার পাশাপাশি স্বচ্ছন্দে গেম খেলা যায়। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৫ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, ফলে একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনটি।
ক্রাশ রেজিস্ট্যান্স–সুবিধার ফোনটি প্রায় পাঁচ ফুট ওপর থেকে পড়ে গেলেও পর্দায় ফাটল বা দাগ পড়ে না। শুধু তা-ই নয়, আইপি৬৪ সমর্থন করায় ফোনটি পানি ও ধুলা প্রতিরোধক। ফলে বৃষ্টির পানিতে ভিজলেও ফোনটির পর্দার ক্ষতি হয় না। আলট্রা পাওয়ার সেভিং মোড সুবিধার ফোনটিতে মাত্র ২ শতাংশ চার্জ থাকা অবস্থায় সর্বোচ্চ ৬০ মিনিট কথা বলা যায়।