উদ্ভাবনী ডিভাইস তৈরির দলের সদস্য
আইফোন এয়ারের নকশা তৈরিতে জড়িয়ে আছে বাংলাদেশি বংশোদ্ভূত আবিদের নাম
প্রকাশ: ০৪:০১, ১২ সেপ্টেম্বর ২০২৫

অ্যাপল ডিভাইসের মধ্যে সবচেয়ে পাতলা ফোন আইফোন এয়ার। পুরুত্ব মাত্র ৫ দশমিক ৬ মিলিমিটার হলেও বেশ মজবুত এটি। এই আইফোনের ফ্রেম টাইটানিয়ামের তৈরি। আর এ নকশায় হাত আছে অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরীর।
আবিদুর চৌধুরীর জন্ম যুক্তরাজ্যের লন্ডনে। এখন থাকছেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। এমন পণ্য তৈরি করতে তার ভালো লাগে, মানুষ যা ছাড়া থাকতে পারে না।
আবিদুরের পড়াশোনা যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটিতে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি নিয়ে। থ্রিডি হাবস স্টুডেন্ট গ্র্যান্ট, জেমস ডাইসন ফাউন্ডেশন বার্সারি, নিউ ডিজাইনারস কেনউড অ্যাপ্লায়েন্সেস পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া সেমুর পাওয়েল ডিজাইন উইক প্রতিযোগিতায় প্রথমও হন। ২০১৬ সালে প্লাগ অ্যান্ড প্লে প্রকল্পের জন্য রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড লাভ করেন ।
কর্মজীবনের শুরুতে যুক্তরাজ্যের কেমব্রিজ কনসালট্যান্ট ও কারভেন্টায় ইন্টার্নশিপ করেন তিনি। পরে লন্ডনের একটি ডিজাইন স্টুডিও লেয়ারে কাজ করেন। বিভিন্ন এজেন্সি, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেছেন তিনি।
২০১৯ সালে অ্যাপলে একজন শিল্পনকশাকার হিসেবে যোগ দেন আবিদুর। এর পর থেকেই তিনি অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস তৈরির দলের সদস্য। আইফোন এয়ারও তার কাজের একটি অংশ।