রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

| ২৮ ভাদ্র ১৪৩২

দাম জানতে পড়ুন

এ৫ সিরিজের স্মার্টফোনের ৮ জিবি ও ১২৮ জিবির ভ্যারিয়েন্ট আনলো অপো

প্রকাশ: ১৩:০৯, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫

এ৫ সিরিজের স্মার্টফোনের ৮ জিবি ও ১২৮ জিবির ভ্যারিয়েন্ট আনলো অপো

বাংলাদেশের বাজারে এ৫-এর নতুন ৮ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টে স্মার্টফোন আনলো মোবাইল ব্র্যান্ড অপো।

আগের ভ্যারিয়েন্ট নিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার কারণেই, স্মার্টফোনটির এ সংস্করণটি নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের এমডি ডেমন ইয়াং বলেন যে তারা চান অপোতে ব্যবহারকারীরা পারফরম্যান্সের সর্বোচ্চটা পাওয়ার পাশাপাশি টেকসইয়ের ক্ষেত্রেও সন্তুষ্ট থাকবেন। তাই গুণগত মানে কোনো প্রকার ছাড় দেবেন না তারা। আরও বলেন, অপো এ৫ এর আগের ভ্যারিয়েন্টে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা এবার আরও বেড়েছে। ডিভাইসটি কেবল আরেকটি স্মার্টফোন নয়, বরং এটি শক্তি ও সহনশীলতার নতুন মানদণ্ড স্থাপন করেছে।

ফোনটিতে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। শুধু তা-ই নয়, ৪৫ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি।

এআই ইরেজার, এআই ক্ল্যারিটি এনহেন্সার ও এআই স্মার্ট ইমেজ ম্যাটিং সুবিধাযুক্ত ফোনটিতে ছবিতে থাকা অবাঞ্ছিত অংশ দ্রুত মুছে ফেলার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনা করা যায়।

ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের এআই ক্যামেরা। মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স সুবিধাযুক্ত ফোনটি হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙে না।

ডিভাইসটির মূল্য ২১ হাজার ৯৯০ টাকা এবং এটি অপোর সব অনুমোদিত স্টোরে পাওয়া যাচ্ছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন