আসল কোয়ান্টাম ডট প্রযুক্তি ব্যবহার
আন্তর্জাতিক স্বীকৃতি পেল স্যামসাংয়ের কিউএলইডি টিভি
প্রকাশ: ১২:০৩, ৯ সেপ্টেম্বর ২০২৫

টিভি স্ক্রিনে আসল কোয়ান্টাম ডট প্রযুক্তি ব্যবহারের কারণে, স্যামসাংয়ের কিউএলইডি টিভি, জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা টিইউভি রাইনল্যান্ডের সার্টিফিকেট পেয়েছে। কোয়ান্টাম ডট হলো সেমিকন্ডাক্টরের অতি ক্ষুদ্র অংশ। এটি অধিকতর সঠিক ও ভাইব্রেন্ট রঙ উৎপন্ন করতে পারে। এর শতভাগ কালার ভলিউম স্ক্রিনে নীলের প্রাধান্য কমিয়ে দিতে পারে।
এই প্রযুক্তির মাধ্যমে স্যামসাং কিউএলইডি টিভি স্ক্রিনের সব দিকে সমান উজ্জ্বলতা নিশ্চিত করে। এতে, যেকোনো দিক থেকেই দেখা হোক না কেনো, স্ক্রিনে রঙের কোনো তারতম্য হয় না। ২০২৫ সালে বাংলাদেশের বাজারে আসা নতুন কিউ৮এফ এবং ইউ৭এফ কিউএলইডি মডেলগুলোও এই সার্টিফিকেশন অর্জন করেছে।
ইন্টারন্যাশাল ইলেক্ট্রটেকনিক্যাল কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কিউএলইডি টিভির লাইট স্পেকট্রাম বিশ্লেষণ করে টিইউভি রাইনল্যান্ড।। ফলাফলে দেখা গেছে, লাল, সবুজ ও নীল আলোর মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে, যা নিখুঁত রঙ যাচাইয়ের গুরুত্বপূর্ণ মানদণ্ড। এটি টেলিভিশনের দৃশ্যকে দর্শকের কাছে প্রাণবন্ত করে তোলে।
স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিক্স ডিভিশনের ডিরেক্টর এবং হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, এই সার্টিফিকেশন প্রমাণ করে যে, কোয়ান্টাম ডট প্রযুক্তির মাধ্যমে তৈরি কিউএলইডি টিভিগুলো ছবির সর্বোচ্চ মান নিশ্চিত করে। স্যামসাং-ই একমাত্র টিভি ব্র্যান্ড যেটি এই বৈশ্বিক স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। গ্রাহকের চাহিদা বিবেচনায়, স্যামসাং এবার কিউএলইডির ৪৩ থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত পুরো লাইনআপ বাজারে এনেছে।
আরেকটি বৈশ্বিক যাচাইকরণ সংস্থা জেনারেল সোসাইটি অফ সার্ভিল্যান্স থেকেও স্যামসাংয়ের কোয়ান্টাম ডট প্রযুক্তি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এই পরীক্ষা প্রমাণ করেছে, স্যামসাংয়ের টিভিগুলো ক্যাডমিয়াম মুক্ত ও পরিবেশবান্ধব।