সবচেয়ে পাতলা থ্রিডি কার্ভড ডিসপ্লে
হট ৬০ প্রো প্লাস দিয়ে গিনেস রেকর্ডে নাম লেখাল ইনফিনিক্স
প্রকাশ: ১০:২২, ২৭ আগস্ট ২০২৫

প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্সের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হট সিরিজের হট ৬০ প্রো। আর এর মাধ্যমেই বাজিমাত করলো কোম্পানিটি। এই মডেলটিকে বিশ্বের সবচেয়ে পাতলা থ্রিডি কার্ভড ডিসপ্লের ফোন হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এই ডিসপ্লের পুরুত্ব মাত্র ৫.৯৫ মিলিমিটার।
এই অর্জনের মাধ্যমে ইনফিনিক্স প্রমাণ করলো যে, আধুনিক প্রযুক্তি শুধু শক্তিশালী ও টেকসই হওয়াই নয়, বরং এটি হতে পারে আভিজাত্য ও ব্যক্তিগত রুচির সঙ্গে মানানসই।
রেকর্ড গড়া নকশার পাশাপাশি হট ৬০ প্রো প্লাসে আছে শক্তিশালী বৈশিষ্ট্য। স্মুথ পারফরমেন্সের জন্য এতে আছে জি২০০ প্রসেসর।
রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, যা সূক্ষ্ম মুহূর্তগুলোকেও স্পষ্টভাবে ক্যাপচার করতে পারে। এর সঙ্গে রয়েছে উজ্জ্বল অ্যামোলেড পর্দা, যেখানে ছবি, ভিডিও ও খেলা দেখা যায় প্রাণবন্ত রঙে। দ্রুত চার্জিং সুবিধা থাকায় ব্যবহারকারীরা দীর্ঘ সময় চার্জ দেয়ার ঝামেলা থেকে বাঁচবেন। পাতলা নকশা হলেও ফোনটির কাঠামো বেশ মজবুত। প্রযুক্তির সীমা ছাড়িয়ে এটি হতে পারে ব্যবহারকারীর দৈনন্দিন জীবনের অংশ।