রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

| ২৮ ভাদ্র ১৪৩২

দাবি করছে দক্ষিণ কোরিয়া

রোবট ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে চীনের নজরদারি?

প্রকাশ: ১৮:১১, ৯ সেপ্টেম্বর ২০২৫

রোবট ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে চীনের নজরদারি?

সস্তা পণ্য সবসময় ভালো নয়, এই কথা যেনো আবার সামনে এলো দক্ষিণ কোরিয়ায়। এবার এই 'ভালো নয়' ব্যাপারটি শুধু মানের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকছে না, বরং ব্যক্তিগত নিরাপত্তাকে করছে গুরুতর হুমকির মুখোমুখি।

দক্ষিণ কোরিয়ায় চারটি চীনা রোবট ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে তিনটিতে গুরুতর নিরাপত্তা ঝুঁকি পাওয়া গেছে। দেশটির একটি সংস্থা গত সপ্তাহে এ তথ্য জানিয়েছে।

কোরিয়া কনজিউমার এজেন্সি চারটি চীনা ও দুটি কোরিয়ার ভ্যাকুয়াম মডেল পরীক্ষা করে। এর মধ্যে চীনের তিনটি ব্র্যান্ড নারওয়াল, ইকোভ্যাক্স ও ড্রিমেতে ত্রুটি পাওয়া গেছে বলে দাবি করেছে সংস্থাটি।

পরীক্ষায় দেখা গেছে, এসব স্বয়ংক্রিয় মেঝে পরিষ্কার করার যন্ত্রের মাধ্যমে হ্যাকাররা দূর থেকেই ক্যামেরা চালু করতে এবং ব্যবহারকারীর ঘর ও ব্যক্তিগত তথ্য দেখতে পারছে। কম দামের কারণে ব্র্যান্ডগুলো কোরিয়ায় বেশ জনপ্রিয়। 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন