ইনফিনিক্সের ‘জিটি ৩০ প্রো’
দীর্ঘক্ষণ উন্নত গ্রাফিকসের গেম খেললেও এ ফোন গরম হয় না
প্রকাশ: ০৯:৪৯, ২৭ জুলাই ২০২৫

জিটি সিরিজের নতুন গেমিং স্মার্টফোন এনেছে ইনফিনিক্স বাংলাদেশ। ‘জিটি ৩০ প্রো’ মডেলের ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮ প্রসেসরসহ উন্নত থ্রি–ডি ভ্যাপর কুলিং সিস্টেম রয়েছে। ফলে একসঙ্গে একাধিক কাজ করার পাশাপাশি দীর্ঘ সময় উন্নত গ্রাফিকসের গেম খেললেও ফোন গরম হয় না। ফোনটির দাম ধরা হয়েছে ৩৯ হাজার ৯৯৯ টাকা।
৬ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামোলেড পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। ফলে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না। ফোনটিতে ৩০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।
ফোনটির পেছনে ১০৮ ও ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্সযুক্ত ক্যামেরাসহ সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায় ফোনটিতে। জেবিএল টিউনড ডুয়াল স্পিকারযুক্ত ফোনটিতে আরও রয়েছে সুপার ওয়াইফাই ২.০, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং রিমোট কন্ট্রোলের সুবিধা।