সর্বনাশ হতে পারে আপনার দামী ফোনটির
মোবাইলের ব্যাটারি শতভাগ চার্জ করছেন? সাবধান!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৪০, ২৪ জুলাই ২০২৫ | আপডেট: ০৩:১৭, ৩০ জুলাই ২০২৫

ব্যাটারি চার্জে বুদ্ধি খাটালে জিতবেন
লম্বা সময় ব্যবহারের জন্য অনেকে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন কেনে। কিন্তু ভুল পদ্ধতিতে চার্জ দেয়ার কারণে নামী ব্র্যান্ডের স্মার্টফোনের ব্যাটারিও দ্রুত নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ১০০ ভাগ চার্জ করলে দীর্ঘ মেয়াদে ফোনের ব্যাটারির ওপর খারাপ প্রভাব পড়তে পারে।
সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে লিথিয়াম ব্যাটারি থাকে। একটা সময় পর এসব ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়। গবেষণা বলছে, প্রতিবার শতভাগ চার্জের কারণে ব্যাটারি দীর্ঘ সময় উচ্চ ভোল্টেজে যুক্ত থাকে। এতে ভিতরের রাসায়নিক গঠনে চাপের কারণে ব্যাটারির ক্ষমতা ১০ থেকে ১৫ ভাগ পর্যন্ত দ্রুত কমে যায়। এই প্রক্রিয়াকে বলে ‘ব্যাটারির কেমিক্যাল এজিং’। এর প্রভাব প্রথম দিকে খুব একটা বোঝা যায় না। তবে কয়েক মাস পর থেকেই চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া কিংবা ফোন অতিরিক্ত গরম হওয়ার মতো সমস্যায় পড়তে হয়।
এখনকার আপডেটেড ফোনে শক্তিশালী ব্যাটারি থাকে। যা কাজে লাগিয়ে লম্বা সময় ব্যবহার করা সম্ভব। প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ, চার্জ সব সময় ৫০ থেকে ৮০ ভাগের মধ্যে রেখে এসব ফোন ব্যবহার করা যাবে দীর্ঘদিন। বারবার ১০০ ভাগ চার্জের কারণে ব্যাটারির লাইফটাইম কমে যাওয়া থেকে সুরক্ষা দিতে অনেক ফোনে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। স্যামসাংয়ের কিছু মডেলে ‘প্রটেক্ট ব্যাটারি’ সুবিধা আছে, যা চালু থাকলে চার্জ অটোমেটিক ৮৫ শতাংশে থেমে যায়। গুগল পিক্সেলে আছে চার্জিং অপটিমাইজেশন সুবিধা, ৮০ শতাংশে পৌঁছালেই চার্জ নেয়া বন্ধ হয়ে যায়।
অতিরিক্ত তাপমাত্রাও ব্যাটারির ওপর বড় প্রভাব ফেলে। অতি গরম বা ঠান্ডা পরিবেশে ফোন ব্যবহার করলে ব্যাটারির রাসায়নিক গঠনের ক্ষতি হতে পারে। ফোনও ধীরগতির হয়ে যায়। স্মার্টফোনের ব্যাটারির জন্য আদর্শ তাপমাত্রা ধরা হয় ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস