বিদ্যুৎ খরচ কমে ৩০ শতাংশ
এবার স্যামসাংয়ের টিভিতে এআই ব্যবহার, দেশেও পাওয়া যাচ্ছে
প্রকাশ: ০২:৫৯, ১ আগস্ট ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিভিন্ন কাজ সহজ করার পাশাপাশি বিনোদনেও নতুন মাত্রা নিয়ে এসেছে। আর তাই ব্যবহারকারীদের স্বচ্ছন্দে টেলিভিশনে সিনেমা, ওটিটি বা লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি গেম খেলার সুযোগ দিতে ভিশন এআই প্রযুক্তিনির্ভর ছয়টি মডেলের টেলিভিশন বাজারে এনেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ।
স্যামসাং বলছে, এআইয়ের মতো প্রযুক্তি টেলিভিশন দেখা ও গেমিংয়ে দারুণ পরিবর্তন আনছে। যারা প্রযুক্তি ও নকশাকে গুরুত্ব দেন, তাদের জন্য স্যামসাং ২০২৫ সিরিজের আওতায় বেশ কিছু নতুন মডেল বাজারে এনেছে। এসব টেলিভিশন দর্শকদের দেখার অভিজ্ঞতাকে বদলে দেবে।
২০২৫ সিরিজের আওতায় নিও কিউএলইডি ৮কে, ওএলইডি, কিউএলইডি, ক্রিস্টাল ইউএইচডি, এফএইচডি মডেল ও এইচডি মডেলের টেলিভিশন বাজারে আনা হয়েছে। মডেলভেদে ৩২ ইঞ্চি থেকে ৮৫ ইঞ্চি পর্দার টেলিভিশনগুলোতে এআই আপস্কেলিং প্রো, এআই পিকচার, ডলবি অ্যাটমসের এআই সাউন্ড প্রযুক্তির অ্যাডাপ্টিভ সাউন্ড প্রো প্রযুক্তি রয়েছে। এআই এনার্জি মোড থাকায় সাধারণ টেলিভিশনের চেয়ে ৩০ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে টেলিভিশনগুলো।
স্যামসাংয়ের তথ্যমতে, নতুন মডেলের টেলিভিশনগুলোতে জেনারেটিভ ওয়ালপেপার, পেট অ্যান্ড ফ্যামিলি কেয়ার ও ইউনিভার্সাল জেসচার সুবিধার পাশাপাশি টাইজেন ইউআই ব্যবহার করা হয়েছে। ফলে টেলিভিশনগুলোর অপারেটিং সিস্টেম সাত বছর পর্যন্ত হালনাগাদের সুযোগ মিলবে। প্রতিটি টেলিভিশনেই রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা।