দেখতে বড় হাইফেনের মতো দেখাবে
এম ড্যাশের অতি ব্যবহার দেখলেই বুঝবেন লেখাটা এআই দিয়ে তৈরি
প্রকাশ: ০১:১৫, ১ আগস্ট ২০২৫ | আপডেট: ০১:১৮, ১ আগস্ট ২০২৫

এআই প্রযুক্তির মাধ্যমে বার্তা পাঠানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে বিস্তারিত লেখা যায়। তাই বিভিন্ন ব্লগ পোস্ট, প্রবন্ধ, ই–মেইল থেকে শুরু করে গবেষণাপত্র, পত্রিকার কলাম লেখায় এআইয়ের ব্যবহার বাড়ছে। বর্তমানে অনেক এআই মডেল মানুষের লেখার মতোই সাবলীলভাবে লিখতে পারে। এজন্য, সেগুলো মানুষ না এআই লিখেছে, সেটি সহজে বোঝা যায় না। তবে বেশ কিছু বিষয় খুঁটিয়ে দেখলে, কৃত্রিম বুদ্ধিমত্তার লেখা শনাক্ত করা সম্ভব।
এম ড্যাশ ব্যবহার
বিভিন্ন এআই টুলে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হয়, সেখানে প্রায়ই এম ড্যাশের অতিরিক্ত ব্যবহার দেখা যায়। সাধারণ লেখার ক্ষেত্রে এম ড্যাশ ব্যবহার হয় না। সেক্ষেত্রে কোনো লেখায় এম ড্যাশের উপস্থিতি থাকলে তা এআই দিয়ে তৈরির সম্ভাবনা বেড়ে যায়। এআই মডেলগুলো মূলত নিজস্ব তথ্যভান্ডারে থাকা তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন কাজ করে। এম ড্যাশ মূলত বই বা ছাপানোর সময় বিরতি কিংবা অতি গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ব্যবহার করা হয়। এআই বিভিন্ন বইয়ের লেখা অনুকরণ করে, তাই এম ড্যাশও বেশি ব্যবহার করে থাকে।
যান্ত্রিক শব্দচয়ন
এআই মডেলগুলো প্রায়ই কিছু প্যাটার্ন ও শব্দকে পুনরাবৃত্তি করে। আর তাই এআই দিয়ে লেখায় পুনরাবৃত্তিমূলক বাক্য গঠন ও শব্দচয়ন বেশি দেখা যায়। শুধু তা–ই নয়, এআইয়ের মাধ্যমে লেখায় একই ধরনের বাক্য গঠন বেশি চোখে পড়ে। বিভিন্ন ধরনের সংযুক্তমূলক শব্দ যেমন এ ছাড়া, অতএব, ফলস্বরূপ বেশি ব্যবহার করে এআই মডেলে। আবার বিশেষ কিছু বিশেষণ বারবার দেখা যায়।
গভীরতার অভাব
এআই তথ্য সংগ্রহে পারদর্শী হলেও মানুষের মতো জটিল বা মৌলিক বিশ্লেষণ করতে পারে না। তাই এআইয়ের তৈরি লেখায় গভীরতা ও বিশ্লেষণের অভাব দেখা যায়। এআইয়ের মাধ্যমে লেখায় তথ্য উপস্থাপন বেশি থাকলেও লেখকের ব্যক্তিগত মতামত বা মানবীয় ভাব অনুপস্থিত থাকে। এআই দিয়ে তৈরি লেখাতে সূক্ষ্ম বিশ্লেষণ, আবেগ বা গভীর চিন্তার অভাব থাকে। ফলে লেখাগুলোতে তথ্যের সারসংক্ষেপ বা অতিরঞ্জিত তথ্য দেখা যায়। এআই প্রায়ই এমন শব্দ ব্যবহার করে, যা ব্যাকরণগতভাবে সঠিক হলেও মানুষের দৈনন্দিন আলাপে থাকে না।
এআই দিয়ে লেখা চেনার একাধিক পদ্ধতি সম্পর্কে জানার পরও নিজের বিচার–বিশ্লেষণ ক্ষমতা বাড়াতে হবে। বিষয়ের সঙ্গে লেখার প্রাসঙ্গিকতাও বিবেচনা করতে হবে এমন লেখা শনাক্ত করতে