শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

| ১৬ শ্রাবণ ১৪৩২

ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা

আগামী মাসেই কি চালু হতে যাচ্ছে চ্যাট জিপিটি ৫?

প্রকাশ: ১৮:০৪, ২৭ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৪১, ২৮ জুলাই ২০২৫

আগামী মাসেই কি চালু হতে যাচ্ছে চ্যাট জিপিটি ৫?

শিগগিরই নতুন জিপিটি-৫ মডেল চালু করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার শীর্ষ কোম্পানি ওপেনএআই।

এ পরিকল্পনার সঙ্গে জড়িত সূত্রদের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ বলেছে, অগাস্টেই নতুন সংস্করণের জিপিটি-৫ উন্মোচন করতে পারে তারা।

নতুন মডেলটি, আগের জিপিটি এবং ও-সিরিজ মডেলের সমন্বয়ে তৈরি। এত করে, আলাদা আলাদা মডেল বাছাই না করেও ব্যবহারকারীরা যেকোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। জিপিটি-ফাইভের তিনটি সংস্করণ উন্মুক্ত করা হবে। মূল, মিনি এবং ন্যানো নামে আসতে যাওয়া তিনটি সংস্করণেই ওপেনএআইয়ের এপিআই ব্যবহার করা যাবে।

 

জিপিটি ফাইভ মডেলটিতে আগের ও-থ্রি মডেল থেকে নেয়া উন্নত যুক্তি বিশ্লেষণ ক্ষমতা যুক্ত করা হবে। এর ফলে মডেলটি আরও দক্ষভাবে মানুষের মতো সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। জিপিটি-ফাইভ প্রকাশের আগেই ওপেন সোর্সনির্ভর আরও একটি এআই মডেল উন্মুক্ত করতে পারে ওপেনএআই।

ওপেন সোর্সনির্ভর এআই মডেলটি হবে মূলত ও-থ্রি মিনি মডেলের কাছাকাছি একটি সংস্করণ, যেখানে যুক্তি বিশ্লেষণের ক্ষমতা তুলনামূলকভাবে বেশি হবে। ফলে গবেষক, ডেভেলপার ও উদ্ভাবকেরা এআই মডেলটিকে উন্মুক্ত গবেষণা-সহায়ক মডেল হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন।

রয়টার্স লিখেছে, স্টার্টআপটির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ০-সিরিজ ও জিপিটি-সিরিজের বিভিন্ন এআই মডেলকে একসঙ্গে এনে এমন এক এআই সিস্টেম তৈরি করা, যা সব ধরনের টুল ব্যবহার করতে ও নানা রকম কাজ কার্যকরভাবে সম্পাদন করতে পারবে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন