গবেষণা ত্রুটিপূর্ণ বলছে গুগল
এআই ওভারভিউ–গুগলের এই সুবিধা ওয়েবসাইটের ট্রাফিক কমাচ্ছে
প্রকাশ: ০৯:০১, ২৬ জুলাই ২০২৫ | আপডেট: ০৯:২৮, ২৬ জুলাই ২০২৫

বেশ কিছুদিন হলো, গুগলে কিছু সার্চ করলে, সবার উপরে এআই এর উত্তর দেখা যায়। গুগলের এই এআই ওভারভিউ, বিভিন্ন ওয়েবসাইট ঘেটে, ব্যবহারকারীর জন্য তথ্য জড়ো করে।
এআইয়ের মাধ্যমে তৈরি সংক্ষিপ্ত ফলাফলের কারণে, কোনো ওয়েবসাইটে প্রবেশ না করেই অনলাইন থেকে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য জানতে পারেন ব্যবহারকারীরা। গত বছর এই সুবিধা চালুর পর থেকে বিভিন্ন ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক কমে গেছে। এ তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টার। তবে গুগলের দাবি, ওই সেন্টারের গবেষণার পদ্ধতিতে ত্রুটি আছে। এতে সার্চ ট্রাফিকের আসল চিত্র উঠে আসেনি।
পিউ রিসার্চ বলছে, এআই ওভারভিউ–সুবিধা চালুর পর থেকে অনেক ওয়েবসাইটের মালিক ও কনটেন্ট নির্মাতা অর্গানিক ট্রাফিক কমে যাওয়ার অভিযোগ করছেন। কেউ কেউ ওয়েবসাইট বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। কেউ আবার কনটেন্টের ধরন বদলে ফেলেছেন।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিশেষজ্ঞরা বলেছেন, এআই ওভারভিউর কারণে সার্চ রেজাল্টে ক্লিকের হার কমেছে। ব্যবহারকারীরা আগের মতো আর সংশ্লিষ্ট লিংকে ক্লিক করছেন না।