শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

| ১৬ শ্রাবণ ১৪৩২

নিজে চলতে পারে, ব্যাটারিও বদলাতে পারে

এমন রোবট আগে দেখেনি বিশ্ব

প্রকাশ: ১৪:১০, ২৪ জুলাই ২০২৫ | আপডেট: ০৯:১৫, ২৬ জুলাই ২০২৫

এমন রোবট আগে দেখেনি বিশ্ব

প্রথমবারের মতো এমন এক মানুষসদৃশ রোবট উন্মোচন করেছে চীনের একটি কোম্পানি, যেটি নিজে চলতে পারে এবং ব্যাটারিও বদলাতে পারে। শেনজেনের কোম্পানি ‘ইউবিটেক’ এর দাবি, তিন মিনিটের কম সময়ের মধ্যে, মেশিন বন্ধ না করেই রোবটটি আপনাআপনি ব্যাটারি পরিবর্তনে সক্ষম। এর অর্থ, মানুষের সাহায্য ছাড়াই ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যেতে পারবে এই রোবট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে কোম্পানিটি বলেছে, তাদের তৈরি ‘ওয়াকার এস টু’ নামের রোবটটির এ বৈশিষ্ট্য এখনও অন্য কোনো হিউম্যানয়েড রোবটে নেই।

ওই ভিডিওতে দেখা গেছে, হেঁটে চার্জিং স্টেশনে গিয়ে নিজের পিঠ থেকে ব্যাটারিটি খুলে চার্জিং ডকে লাগিয়েছে রোবটটি। তারপর নতুন একটি ব্যাটারি নিয়ে, নিজের মধ্যে বসিয়েছে।

রোবটটি নিজেই তার ব্যাটারির চার্জ দেখতে পারে। রোবটটিতে এমন প্রযুক্তি রয়েছে, যার সাহায্যে এটি নিজের শক্তি সঠিকভাবে ব্যালেন্স করতে এবং ব্যাটারিকে ইউএসবি স্টিকের মতো সহজেই লাগানো ও খুলে নিতে পারে।

নির্মাতা কোম্পানিটি বলেছে, রোবটটি যেন টানা সাত দিন ২৪ ঘণ্টা কাজ করতে পারে এমন লক্ষ্য নিয়ে এটি তৈরি করেছে তারা।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন