শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

| ১৬ শ্রাবণ ১৪৩২

স্ক্রিনে খোলা থাকা অ্যাপ ও ওয়েবপেইজ বিশ্লেষণে সক্ষম

সাধারণ ভাষা বুঝবে উইন্ডোজ ১১ এর এআই ফিচার

প্রকাশ: ১৪:৩৫, ২৪ জুলাই ২০২৫ | আপডেট: ০৯:১৬, ২৬ জুলাই ২০২৫

সাধারণ ভাষা বুঝবে উইন্ডোজ ১১ এর এআই ফিচার

উইন্ডোজ ১১ তে বেশকিছু এআই ফিচার আনতে যাচ্ছে মাইক্রোসফট। কোপাইলট ভিশন নামে একটি এআই টুল রয়েছে যা স্ক্রিনের সবকিছু স্ক্যান বা বিশ্লেষণ করতে পারে।

ফিচারগুলো ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্যই চালু হচ্ছে, তবে কিছু বিশেষ ফিচার শুধু কোপাইলট প্লাস ব্যবহাকারীদের জন্য থাকছে।

শুরুতে উইন্ডোজ ১১ ব্যবহাকারীরা কোপাইলট অ্যাপের মাধ্যমে কোপাইলট ভিশন ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারকারীর স্ক্রিনে খোলা থাকা বিভিন্ন অ্যাপ ও ওয়েবপেইজ বিশ্লেষণ করতে পারবে।

ব্যবহারকারী সরাসরি প্রশ্ন করতে পারবেন। এর মধ্যে রয়েছে স্ক্রিনে যা দেখা যাচ্ছে তা নিয়ে জানতে চাওয়া বা নির্দিষ্ট কোনো কাজ কীভাবে করতে হয়, সে সম্পর্কে পরামর্শ চাওয়া।

স্ন্যাপড্রাগন-চালিত কোপাইলট প্লাস পিসি ব্যবহারকারীরা এখন সেটিং অ্যাপে এআই-চালিত এজেন্ট সুবিধা ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে সাধারণ ভাষায় কোনো নির্দিষ্ট সেটিং খুঁজে পাওয়া যাবে যেমন “আমি সাইলেন্ট মোড চালু করতে চাই” বা “ব্লুটুথ ডিভাইস যুক্ত করো”।

কোপাইলট প্লাস পিসির জন্য আসছে আরও কিছু ফিচার, যার মধ্যে পেইন্ট অ্যাপে একটি নতুন এআই-চালিত স্টিকার জেনারেটর এবং অবজেক্ট সিলেক্ট টুল থাকছে, যা ব্যবহারকারীকে ছবির নির্দিষ্ট অংশ আলাদাভাবে এডিট করতে সাহায্য করবে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন