প্রশ্ন বিশ্লেষণ করে দেখাবে প্রাসঙ্গিক লিংক
সার্চ ইঞ্জিনে এআই ভিত্তিক ওয়েব গাইড সুবিধা চালু করছে গুগল
প্রকাশ: ১০:৩৩, ২৮ জুলাই ২০২৫

অনলাইন সার্চ অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনতে সার্চ ইঞ্জিনে নিয়মিত নতুন সুবিধা যুক্ত করছে গুগল। এবার গুগল সার্চ ইঞ্জিনে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ‘ওয়েব গাইড’ সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে ‘সার্চ ল্যাবস’ কার্যক্রমে অংশ নেয়া নির্দিষ্ট ব্যবহারকারীরা সুবিধাটি পরীক্ষা করে দেখার সুযোগ পাচ্ছেন।
ওয়েব গাইড সুবিধার মাধ্যমে সার্চের প্রচলিত কাঠামো পদ্ধতির বদলে বিষয়ভিত্তিক ফলাফলের তথ্য ও লিংক একসঙ্গে দেখা যাবে। জেমিনি চ্যাটবটের বিশেষ সংস্করণ যুক্ত থাকায় ব্যবহারকারীদের প্রশ্ন বিশ্লেষণ করে প্রাসঙ্গিক লিংকগুলো প্রদর্শন করতে পারে ওয়েব গাইড। শুধু তা–ই নয়, এআইয়ের মাধ্যমে প্রশ্নের ফলাফলের সারাংশও দ্রুত জানাতে পারে।
ওয়েব গাইড সুবিধা গুগল সার্চ ইঞ্জিনের ‘ওয়েব’ ট্যাবেই পাওয়া যাবে। ‘কোয়েরি ফ্যানআউট’ নামের একটি প্রযুক্তি যুক্ত থাকায় ওয়েব গাইড যেকোনো প্রশ্নকে কয়েকটি ভাগে ভাগ করে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে। ওয়েব গাইডের মাধ্যমে শুরুতেই প্রাসঙ্গিক দুটি ওয়েবসাইটের লিংক দেখা যায়। এরপর এআইয়ের মাধ্যমে লেখা সারাংশ এবং তার নিচে আলাদা আলাদা বিভাগে লিংকগুলো দেখানো হয়।
ভবিষ্যতে ওয়েব গাইড সুবিধা ‘অল’ ট্যাবেও যুক্ত করা হতে পারে গুগল। আগ্রহীরা চাইলে গুগলের সার্চ ল্যাবস থেকে ওয়েব গাইড পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারবেন। ওয়েব গাইড সুবিধা ব্যবহারের পর চাইলে গুগল সার্চ ইঞ্জিনের প্রচলিত সার্চ মোডে ফিরে যাওয়া যাবে।