বুধবার, ১৩ আগস্ট ২০২৫

| ২৭ শ্রাবণ ১৪৩২

এক রাতেই দাম বাড়ার ফল

বিটকয়েনের দাম ফের ১ লাখ ২০ হাজার ডলারের ঘরে

প্রকাশ: ০৬:১৯, ১২ আগস্ট ২০২৫

বিটকয়েনের দাম ফের ১ লাখ ২০ হাজার ডলারের ঘরে

এক রাতের মধ্যে দাম বাড়ার ফলে আবারও সর্বোচ্চ দামে বিটকয়েন। ২০২১ সালের পর প্রথমবারের মতো নতুন রেকর্ডে পৌঁছেছে ডিজিটাল এ মুদ্রা।

সর্বশেষ বিটকয়েনের দাম এক শতাংশ বেড়ে প্রায় এক লাখ ২০ হাজার ডলারে দাঁড়িয়েছে।

এদিকে, ইথারের দাম এখন কিছুটা কমে দাঁড়িয়েছে চার হাজার একশ ৮১ ডলারে। এর আগে রোববার দিনের বেলা মুদ্রাটির দাম বেড়ে ২০২১ সালের ডিসেম্বরের পর সবচেয়ে বেশি হয়। শুক্রবার অনেকদিন পর প্রথমবারের মতো চার হাজার ডলারের ওপরে উঠে ইথারের দাম।

ক্রিপ্টোকারেন্সির এসব ফলাফল শেয়ারবাজারের ওপর বড় প্রভাব ফেলতে পারে। শেয়ারবাজারও এখন প্রায় ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে চলেছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

ক্রিপ্টোকারেন্সির দাম প্রভাব ফেলেছে ক্রিপ্টো ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন কোম্পানির শেয়ারমূল্যেও। বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘কয়েনবেইস’-এর শেয়ার মূল্য বেড়েছে তিন শতাংশের বেশি।

অন্যদিকে, বিটকয়েনের সঙ্গে জড়িত ‘গ্যালাক্সি ডিজিটাল’-এর শেয়ার মূল্য তিন শতাংশ ও ‘স্ট্র্যাটেজি’-এর বেড়েছে দুই শতাংশের বেশি। ‘মারা হোল্ডিংস’, ‘রায়ট প্ল্যাটফর্মস’ ও ‘আইরেন’-এর মতো বিটকয়েন মাইনিং কোম্পানিরও শেয়ার মূল্য বেড়েছে তিন শতাংশের বেশি।

বিশেষজ্ঞরা বলেছেন, ক্রিপ্টোকারেন্সির এই দাম বেড়ে যাওয়া মূলত এশিয়ার বাজারে অনেক বড় পরিমাণে ক্রয়-বিক্রয়ের কারণে, যার পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণের দ্রুত বৃদ্ধি।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন