বুধবার, ১৩ আগস্ট ২০২৫

| ২৭ শ্রাবণ ১৪৩২

আরও একধাপ এগিয়ে গেল চীন

কৃত্রিম উপায়ে হীরা তৈরি করলেন চীনা বিজ্ঞানীরা

প্রকাশ: ১০:৫১, ১১ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:৩৯, ১১ আগস্ট ২০২৫

কৃত্রিম উপায়ে হীরা তৈরি করলেন চীনা বিজ্ঞানীরা

কৃত্রিম উপায়ে হীরা তৈরি করেছেন চীনের সেন্টার ফর হাই-প্রেশার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সড রিসার্চের গবেষকরা। উল্কাপিণ্ডে থাকা বিভিন্ন উপাদান কাজে লাগিয়ে ৬-বাহুর হীরা তৈরি করেছেন তারা। বিজ্ঞানীদের দাবি, কৃত্রিমভাবে তৈরি হীরাটি প্রকৃতিতে পাওয়া যেকোনো কিছুর চেয়ে শক্ত। নেচার সাময়িকীতে এ নিয়ে বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

গবেষণার তথ্যমতে, উচ্চ তাপমাত্রা ও চাপ এবং আধা হাইড্রোস্ট্যাটিক পরিস্থিতিতে উল্কাপিণ্ডে থাকা গ্রাফাইটকে ষড়ভুজাকার হীরাতে রূপান্তর করেছেন বিজ্ঞানীরা। এই কাঠামো প্রাকৃতিক হীরার চেয়ে শক্ত বলে মনে করা হচ্ছে। প্রাকৃতিক হীরা শক্ত হলেও কিছুটা দুর্বলতা থাকে। তবে ষড়ভুজাকার হীরা বা লন্সডেলাইট আরও শক্তিশালী পারমাণবিক বিন্যাস নিয়ে গঠিত।

বিজ্ঞানী ইয়াং লিউশিয়াং বলেন, এই পদ্ধতির মাধ্যমে হীরা তৈরিতে দীর্ঘদিনের চ্যালেঞ্জের সমাধান করা হয়েছে। ভবিষ্যতের উপাদান উদ্ভাবনের জন্য একটি পদ্ধতিগত ভিত্তি তৈরি হয়েছে। আরেক বিজ্ঞানী হো-কোয়াং মাও এই অর্জনকে পরবর্তী প্রজন্মের অতি কঠিন উপকরণ ও উন্নত ইলেকট্রনিক যন্ত্র বিকাশের জন্য একটি নতুন পথ বলে অভিহিত করেছেন। তিনি জানান, কাঁচামাল হিসেবে অতি বিশুদ্ধ, অপরিষ্কার–মুক্ত প্রাকৃতিক গ্রাফাইট ষড়ভুজাকার হীরার নমুনা তৈরিতে সহায়তা করেছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন