ল্যাবে পরীক্ষায় বুলেট ঠেকিয়ে দিয়েছে
এবারে বুলেটপ্রুফ কাঠ তৈরির দাবি মার্কিন গবেষকদের
প্রকাশ: ১৬:৫৪, ৩ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের গবেষকদের উদ্ভাবন এই বিশেষ ধরনের কাঠ। সুপারউড বনের গাছের চেয়ে শক্তিশালী কাঠ হিসেবে কাজ করছে। এই পরিবর্তিত কাঠ ইস্পাতের চেয়েও শক্তিশালী বলে দাবি করা হয়েছে। ল্যাবে পরীক্ষার সময় গ্যাস বন্দুক দিয়ে কাঠের পাতলা টুকরাতে বুলেট ছোড়া হয়। তখন বুলেটপ্রুফ কাঠ হিসেবে আচরণ করে এই কাঠ। বুলেট সরাসরি প্রাকৃতিক কাঠের মধ্য দিয়ে চলে গেলেও উদ্ভাবিত কৃত্রিম কাঠ ভেদ করতে ব্যর্থ হয়।
উদ্ভাবকেরা, মার্কিন প্রতিষ্ঠান ইনভেন্টউডের বিজ্ঞানী। প্রতিষ্ঠানটির দাবি, সুপারউড সামরিক খাতে প্রয়োগের সুযোগ আছে। যুদ্ধক্ষেত্রে আশ্রয়স্থলে ব্যবহার করা যেতে পারে। নির্মাণশিল্পে কংক্রিটের কারণে গ্রিনহাউস গ্যাস বের হয়। কাঠভিত্তিক নির্মাণশিল্প জলবায়ু পরিবর্তন ঠেকাতে নতুন বিকল্প হতে পারে। শক্তিশালী ও বেশি স্থিতিস্থাপক এই কাঠ দিয়ে উঁচু ভবনের কাঠামো তৈরি করার আশা রাখছেন বিজ্ঞানীরা।
সুপারউড বানানোর প্রক্রিয়া: প্রথমে সাধারণ কাঠের ভেতর থেকে বাতাস বের করে ফেলা হয়। এরপর কাঠের মধ্যে যে লিগনিন নামে পলিমার থাকে, সেটা ধ্বংস করা হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এভাবে মূল কাঠকে একেবারে পাতলা করে ফেলা হয়। এক্ষেত্রে প্রাথমিক আয়তনের ৮০ ভাগই কমে যায়। পরে কাঠটিতে যথেষ্ট পরিমানে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, যা কাঠকে অতি শক্ত করে তোলে।